প্রকাশ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ৪:৫৩ অপরাহ্ন
ফ্যাসিবাদী সরকারের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার শিকার হয়ে দেশের বাইরে থাকা বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দেশে ফিরেছেন। সব মামলা থেকে বেকসুর খালাস পেয়ে দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরেছেন বিএনপির এই নেতা।
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় দেশের মাটিতে পা রাখেন তিনি। দেশে ফিরেই তিনি নেতাকর্মীদের বার্তা দিয়েছেন।
কায়কোবাদ বলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কাছে প্রথমেই শুকরিয়া আদায় করছি যে, আমার আল্লাহ আমাদেরকে এমন একজন জালেম থেকে মুক্ত করেছেন সবাই বলি, আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার আজকে কি ভালো লাগছে- আমার বলার কোনো ভাষা নেই, আমি বুঝতে পারতেছি না কী বলব। আজকে আমি যারা আন্দোলনে শরিক হয়েছেন যারা আন্দোলনে শাহাদাতবরণ করেছেন, যারা আন্দোলনে আহত হয়েছেন সবার কাছে আমি এবং আমার দল কৃতজ্ঞ- বিশেষ করে আজকে বাংলাদেশ স্বাধীনতায় এবং বর্তমান স্বাধীনতায় যারা শাহাদাত বরণ করেছেন আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুক এই দোয়া করি।
তিনি বলেন, আমি আজকে একটা বার্তা দিতে চাই- আমার নিজের ব্যক্তিগত বার্তা। যারা আমরা একত্র থেকে আন্দোলন করেছিলাম ব্যক্তি স্বার্থের জন্য যদি আজকে বিভক্তি হই, তাহলে কিন্তু ২০০১ সালের সরকারের পরবর্তী পর্যায়ে যে ঘটনা- সেই ঘটনা আবারো ঘটতে পারে। যেমনিভাবে লগি বৈঠার ঘটনা ঘটেছিল তেমনিভাবে সেই ঘটনা ঘটতে পারে- যদি আমরা একত্রে না থাকি। আমি বাকিটুকু বলতে চাই না। এই অবস্থা থেকে পরিবর্তন ঘটাতে হবে, না ঘটালে কিন্তু আমাদের অবস্থা কি হবে আল্লাহই ভালো জানেন।
সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, সংস্কার তো করবে গণতান্ত্রিক সরকার। যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে-করবে উনারা সংস্কার করবেন। ড. ইউনূস সাহেব খুব ভালো মানুষ। আমরা সৌভাগ্যবান উনার মত একজনকে আমরা এই সরকারের প্রধান হিসেবে পেয়েছি এবং এটা পাওয়াটা এটা আল্লাহর রহমত আল্লাহর দয়া। উনি কিন্তু আমাদের অবস্থাটা বুঝবেন; এজন্য বুঝবেন- উনি মিথ্যা মামলার আসামি। উনি কোর্টে দাঁড়িয়ে হাজতের সম্মুখীন হয়েছেন। আমাদের মতোই উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের মধ্যে কিন্তু একজন বা দুজন এরকমটা হতে পারেন। আর বাকিরা কিন্তু বুঝবে না আমাদের অবস্থা।
এই নেতা বলেন, আপনারা দোয়া করবেন যাতে করে আল্লাহ আমাদেরকে এমন তৌফিক দান করে যাতে করে শহিদ যারা হইছেন তাদের রক্তের সঙ্গে যেন আমরা বেইমানি না করি। আর বিশেষ করে আমার একটা অনুরোধ থাকবে এই যে ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত আমাদের ভুলের জন্য কিন্তু অনেককে শাহাদাত বরণ করতে হয়েছে। শুধু তাই নয় ১৯৯৬ সালে আমাদের ভুলের জন্য আমাদের অনেক। পরিষ্কারভাবে বলতে চাই ৯৬ সালে যদি আমরা ভুল না করতাম বিশেষ করে ইসলামিক দলগুলো যদি ভুল না করত আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসত না। এই ক্ষমতায় আসার মূলে কে কারণ কি বুঝতে হবে বুঝে; ওখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আর সবচেয়ে বড় জিনিস হলো আগের সরকারের সময় জালেম সরকারের সময় যেইভাবে ঘুম খুন চাঁদাবাজি দখলবাজি এবং নির্যাতন করা হয়েছে এর যদি অনুবৃত্তি হয় তাহলে কিন্তু আমাদেরকে আবার সেই রূপ সেই ভোগ করা করতে হবে। আমাদেরকে এইগুলি থেকে জনগণকে মুক্ত রাখতে হবে।
এই নেতা বলেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই আমি আমার নেত্রী খালেদা জিয়া উনার কাছে কৃতজ্ঞ। উনি যে জেল খেটেছেন যে জুলুম অত্যাচারের সম্মুখীন হয়েছেন যে কষ্ট উনি করেছেন উনার জীবনটা কী অবস্থায়- উনি ছাড়া কেউ বলতে পারবে না। এই সবকিছুর দায়ী হলো এই জালেম সরকার। সবচেয়ে বেশি জুলুম করেছে খালেদা জিয়ার প্রতি। কারণ আমাদের কোনো নেতা কিন্তু জেলে ঢুকলে বেল পেয়েছেন, জেলখানা থেকে বের হয়েছেন। কিন্তু ম্যাডাম জিয়া কিন্তু জেলে ঢুকেছেন; উনাকে কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত বেল দেয় নাই। উনি কিন্তু বর্তমান সরকার গঠন হওয়ার পরে উনি বেল পেয়েছেন; উনি মুক্তি পেয়েছেন। তাহলে উনার চেয়ে বেশি কষ্ট কেউ করে নাই। অনেকে বলতে পারেন- আমি এই কষ্ট করেছি; আমি এতটুক করেছি। কিন্তু ম্যাডাম জিয়ার চেয়ে বেশি কেউ করেন নাই।
ম্যাডাম জিয়ার জন্য দোয়া চেয়ে তিনি আরও বলেন, তারেক রহমান তো কত কষ্ট করছেন আপনারা জানেন- উনার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমাদের সাবেক রাষ্ট্রপতি আমাদের গণতন্ত্রের প্রবক্তা বহুদীয় গণতন্ত্র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সাহেব উনি কী ধরনের ছিলেন- আপনারা জানেন। আমি আমার দলের নেতাকর্মীদেরকে অনুরোধ করব উনার আদর্শকে আপনারা অনুসরণ করেন। আমরা যদি উনার আদর্শ উনার সততা উনার দেশপ্রেম উনার দেশের মানুষের প্রতি ভালোবাসাকে অনুসরণ করি তাইলে আমরা মনে করি আল্লাহর রহমতে একটা সুন্দর শাসন ব্যবস্থা কায়েম করতে পারব।