প্রকাশ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ৪:১৯ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রায় সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে কুমিল্লা সেক্টরের সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)'র সদস্যরা।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ শনিবার ভোর ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চান্দুরা ইউপির চান্দুরা বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবির টহল দল। অভিযানের সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ভারতীয় সিটি গোল্ড চেইন ১,৩৭,৯৭৬ পিস ফেলে পালিয়ে যায়।
ফেলে যাওয়া মালামালের বাজার মূল্য ৩,৪৪,৯৪,০০০ টাকা।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।
আটককৃত ভারতীয় অবৈধ চোরাচালানী মালামালসমূহ আখাউড়া কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।