প্রকাশ: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭:০৫ অপরাহ্ন
কাপাসিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৬ জন আহত হয়েছে। আজ সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের কামারগাঁও লেবু মাঝি বাড়ি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- ১) মাসুদা বেগম (৫০), ২) আলীজা বেগম (৪৫), ৩) আমেনা বেগম (২২), ৪) মোঃ শাকিল (৩০), ৫) আফজাল হোসেন (৪৫), ৬) জেসমিন বেগম (৩২)।
অভিযোগ সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ আপন দুই ভাই নাহিদ, জাহিদ গং এর নেতৃত্বে ১০/১২ জন লোক লাঠিসোটা, দা-বটি দিয়ে এ হামলার ঘটনা ঘটায়। গুরুতর আহতদের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, দীর্ঘ দিন ধরে লেবু মাঝি বাড়ি জজ মিয়ার দুই ছেলে নাহিদ, মোজাম্মেল গংদের মাঝে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। মালিকানা নিয়ে বিরোধ থাকা জমিতে ফসল নষ্ট করে খেলাধুলার মাঠ বানায়। এ মাঠ তৈরি করাকে কেন্দ্র করে উভয়পক্ষ তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। এতে নুরচানের স্ত্রী, ছেলে মেয়েসহ ৬জন আহত হয়। এ ব্যাপারে নূরচান মিয়া বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
আহত মাসুদা বেগম জানান, নাহিদ, জাহিদ, সিয়াম, শিহাব, মোজাম্মেল, শাওন, আ: আজিজ গংদের নেতৃত্বে প্রায় ১০/১২ জন লোক লাঠিসোটা, দা-বটি দিয়ে আমাদের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে আমাদের ঘরবাড়ি ভাঙচুর করে। আমরা দোষীদের শাস্তি চাই। অভিযুক্তদের মুঠোফোনে একাধিকবার কল করেও তাদের সংযোগ পাওয়া যায়নি।
এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।