প্রকাশ: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৪:৩৬ অপরাহ্ন
পটুয়াখালীর বাউফলের কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজে বিজয় দিবসের অনুষ্ঠানে বহিরাগতের হামলা ও দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনার মামলায় মঙ্গলবার (১৭ডিসেম্বর) রাতে মোহাম্মদ রিশাদকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ ৷
কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রবিবার কলেজের একটি ক্রীড়া অনুষ্ঠানে বহিরাগত কিশোর গ্যাং সদস্য আলভি, তাবজিল, হানিফ ও রিশাদ এক ছাত্রীকে ইভটিজিং করে। তাতক্ষনিক বিষয়টির প্রতিবাদ করে ওই ছাত্রীর সহপাঠীরা অভিযুক্তদের কলেজ প্রাঙ্গণ থেকে বের করে দেন। এতে ক্ষুদ্ধ হয়ে সোমবার কলেজে বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে অভিযুক্ত কিশোর গ্যাং সদস্যদের নেতৃত্বে ১০/১৫ জন বহিরাগত হামলা চালায় এবং তাদের ছুরিকাঘাতে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাব্বির হোসেন ও জহিরুল ইসলাম আহত হয়েছেন। এঘটনায় ভুক্তভোগী এক শিক্ষার্থীর দায়েরকৃত মামলায় রিশাদকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, কলেজে শিক্ষার্থীদের ওপরে হামলার ঘটনায় অভিযুক্ত আলভি, হানিফ, তাবজিল ও রিশাদ 'কমরেড' নামের একটি কিশোর গ্যাং গ্রুপ নিয়ন্ত্রণ করে। এরআগেও একাধিক শিক্ষার্থীকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ আছে এই কিশোর গ্যাং গ্রুপটির বিরুদ্ধে।
এদিকে গ্রেপ্তার কিশোর গ্যাং সদস্য রিশাদের মায়ের দাবি তার ছেলে কোনো ধরনের অপরাধে জড়িত না। গতকাল কলেজে হামলার সময়েও তার ছেলে উপস্থিত ছিলো না।
এ বিষয়ে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, 'কালাইয়া কলেজের ঘটনার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে বলেও জানান তিনি।'