প্রকাশ: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ৪:৩৪ অপরাহ্ন
গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর, উলপুর ও বৌলতলী ইউনিয়নের চেয়ারম্যানরা পালিয়ে গেছেন। আজ মঙ্গলবার সকালে হরিদাসপুর ইউনিয়ন পরিষদে গিয়ে সেবা প্রত্যাশিদের সাথে আলাপ করে জানা গেছে চেয়ারম্যান ইলিয়াস হোসেন একজন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা। বিগত ২০০৬ সালে বিএনপি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করার পর গোপালগঞ্জ জেলা শহরের পুরাতন লঞ্চঘাটে অবস্থিত জেলা বিএনপি কার্যালয়সহ বিএনপি নেতাদের বাড়ীঘর ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগে চেয়ারম্যান ইলিয়াস হোসেন বিশেষ ভুমিকা পালন করেন। গত ৫ আগষ্ট ছাত্রজনতার বিপ্লব সফল হলে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যান।
হরিদাসপুর ইউপি চেয়ারম্যান ইলিয়াস হোসেন তারপর থেকে মাঝে মাঝে কার্যালয়ে আসতেন। আজকাল তাও আসেননা। হরিদাসপুর ইউনিয়নের সচিব তৈমুর আলম বলেন,চেয়ারম্যান ইলিয়াস প্রকাশ্যে আসেননা। তার সাথে দেখা করা বা মোবাইল ফোনে কথা বলাও সম্ভব নয়। তিনি পরিষদে না আসায় অনেকে প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
উলপুর ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হাসান বাবুল পালিয়ে গেছেন। তার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন গত ৫ ডিসেম্বর সাদা পোষাকে পুলিশ বাবুলকে গ্রেফতারের জন্য অভিযান চালায়। বাবুল এসময় নিজের মাইক্রোবাসে চড়ে জেলা শহরের কোর্ট মসজিদের সামনের সড়ক অভিমুখে যাচ্ছিলেন। পুলিশের হাতে আটক হতে পারেন ধারণা করে চেয়ারম্যান বাবুল গাড়ী রাস্তায় রেখে পালিয়ে যান। পুলিশ মাইক্রোবাসটি আটক করেছে। এরপর থেকে তিনি প্রকাশ্যে আসছেন না। আগে মাঝে মাঝে কার্যালয়ে গেলেও এখন মোটেও যাননা। শোনা গেছে তিনি সৌদি আরবে তার ভাইয়ের কাছে পালিয়ে গেছেন। তিনি নিজে ইতিপূর্বে সৌদি আরবে থাকতেন। তবে গুজব ছড়িয়ে নিরাপদে থাকার জন্য এটি কৌশল হতে পারে বলে অনেকে মনে করেন। তার বিরুদ্ধে আদম ব্যবসাসহ অসংখ্য দুর্নীতির প্রমান মিলবে তদন্ত করলে বলে জানা গেছে। উলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুলের বিরুদ্ধে বিএনপি নেতাদের বিভিন্নভাবে হয়রানির অভিযোগ রয়েছে।
বৌলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা সুকান্ত বিশ্বাস বিএনপি বা অন্যান্য দলীয় নেতাদের সভাসমাবেশ করতে বাধা দিয়েছেন আওয়ামী লীগ সরকারের আমলে। এ অভিযোগের সাথে রয়েছে ইউনিয়ন পরিষদে অসংখ্য দুর্নীতির অভিযোগ। বেশির ভাগ মেম্বার বলেছেন সুকান্ত বিশ্বাস বৌলতলী ইউনিয়নকে নিজের সম্পত্তি মনে করতেন। সব প্রকল্পের কাজ তিনি নামে-বেনামে করতেন। কেউ কিছু বলার সাহস পেতোনা।
তথ্যানুসন্ধানে জানা গেছে, সুকান্ত বিশ্বাস তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও বিএনপি নেতা বাসু বিশ্বাসকে জেএমবি সদস্য বলে মিথ্যা মামলার আসামী করে দেশ ছাড়া করেছেন। নির্যাতিত সেই বাসু বিশ্বাস পরিবার নিয়ে ভারতে পালিয়ে যান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সুকান্ত বিশ্বাসের অত্যাচারে টিকতে না পেরে। চেয়ারম্যান সুকান্ত বিশ্বাসের পরিবারের সদস্যরা জানান একাধিকবার পুলিশের তাড়া খেয়ে সে পালিয়ে গেছে। কোথায় পালিয়েছে কেউ তা জানেনা। বৌলতলী ইউনিয়ন পরিষদের বেশিরভাগ মেম্বার একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দেয়া হলে ভালো হয় বলে জানান।