প্রকাশ: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ৫:০২ অপরাহ্ন
কোটালিপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের টিসিবি কার্ডধারীরা চলতি মাসে সয়াবিন তেল ক্রয় করতে পারছেন না। এতে হতাশায় ভুগছেন ক্রেতারা।
কার্ডধারীদের মধ্যে হামিদা বেগম, জুলেখা বেগম, রুহুল আমীন পাইক প্রমুখ বলেন,সয়াবিন তেল না পেয়ে আমরা হতাশ। সয়াবিন তেল আমাদের জন্য জরুরী হলেও ডিলার বিক্রি করছেনা।
এ ব্যাপারে জানতে চাইলে ডিলার মো: সেলিম শেখ আজ বুধবার জানান, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃপক্ষ এ মাসে সয়াবিন তেল সরবরাহ না করায় কার্ডধারীদের নিকট নির্ধারিত ২ লিটার করে সয়াবিন তেল বিক্রি করা সম্ভব হচ্ছে না চলতি মাসে। আর গত এক বছর যাবত পেঁয়াজ, ছোলা ও চিনি বিক্রি করা হচ্ছে না। চলতি ডিসেম্বর মাসে ২৭০ টাকার বিনিময়ে ৫ কেজি চাউল ও ২ কেজি ডাল বিক্রি করছি। আমতলী ইউনিয়নে ১৬০০ কার্ডধারী রয়েছে। তিন ভাগে ভাগ করে মোট তিন দিনে কার্ডধারীদের নিকট আমতলী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বসে টিসিবি পন্য নির্ধারিত মূল্যে বিক্রি করার উদ্যোগ নেয়া হয়েছে। আজ বুধবার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের কার্ডধারীদের নিকট মাল বিক্রি করছি। গতকাল মঙ্গলবার বিক্রি করেছি ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের কার্ডধারীদের নিকট। আগামীকাল বৃহস্পতিবার বিক্রি করবো ১,২ ও ৩ নং ওয়ার্ডের কার্ডধারীদের নিকট।
গতকাল বা আজ টিসিবির পণ্য বিক্রির সময় আমতলী ইউনিয়নের চেয়ারম্যান রাফেজা বেগম, প্যানেল চেয়ারম্যান আলমগীর বা কোনো মেম্বারকে কার্যালয়ে দেখা যায়নি। তবে সচিব ও উদ্যোক্তা ছিলেন।
আমতলী ইউনিয়ন পরিষদের সচিব বলেন, চেয়ারম্যান ছুটিতে আছেন। প্যানেল চেয়ারম্যান আলমগীর একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য অনুপস্থিত। অন্য মেম্বাররা কেনো কার্যালয়ে আসেননি তা জানা নেই।