বৃহস্পতিবার ৯ জানুয়ারি ২০২৫ ২৪ পৌষ ১৪৩১
 

ব্যাংকের ১৮০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে দেশবন্ধু গ্রুপ    জানা গেলো বৈশ্বিক পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান    ভারতকে দেওয়া চিঠির জবাব আমরা এখনো পাইনি: পররাষ্ট্র উপদেষ্টা    নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা    সৌদিতে ভয়াবহ বন্যায় রেড এলার্ট জারি    সাবেক এমপি শফিউল ইসলাম গ্রেপ্তার    লন্ডন ক্লিনিকে ভর্তি হয়েছেন খালেদা জিয়া   
গাজীপুরে সড়কে গাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ১০:৪২ অপরাহ্ন

গাজীপুরের সড়ক দুর্ঘটনায় একটি পোশাক কারখানা নিরাপত্তাকর্মী নিহতের খবরে বিক্ষুব্ধ শ্রমিকরা তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন। একই সঙ্গে ভাঙচুর করা হয়েছে আরও কয়েকটি যানবাহন। একই সঙ্গে অবরোধ করেছেন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।

আজ শনিবার রাত আটটার দিকে মহানগরীর তারগাছ এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, অনন্ত ক্যাজুয়েল কারখানার নিরাপত্তাকর্মী মুন্নাফ মালিথাকে বাস চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। কিন্তু তার ‘মৃত্যুর খবর’ ছড়িয়ে পড়লে উত্তেজিত শ্রমিকরা তিনটি গাড়িতে আগুন, কয়েকটি যানবাহন ভাঙচুর ও মহাসড়কে অবরোধ করে। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। 

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার মো. শাহিন আলম জানান, বাসসহ তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে আগুন নেভাতে গেলে বিক্ষুব্ধ শ্রমিকেরা ইট- পাটকেল ছুড়ে তাড়িয়ে দেয়। এতে নিরূপায় হয়ে ফিরে আসতে হয়।

রাত ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত গাড়িগুলোতে আগুন জ্বলতে দেখা গেছে। স্বাভাবিক হয়নি যান চলাচলও।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ কায়সার আহমেদ জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় আহত নিরাপত্তাকর্মী আশঙ্কাজনক অবস্থায় টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft