রোববার ১৬ মার্চ ২০২৫ ১ চৈত্র ১৪৩১
 

সাগরের প্রবল স্রোতে ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ
পিরোজপুর প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ৩ জুলাই, ২০২৪, ৯:৩৮ অপরাহ্ন

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে দুই দিন ধরে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পাঁচ জেলে নিখোঁজ রয়েছেন। 

গতকাল মঙ্গলবার উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম জানান, সোমবার রাতে পাঁচ জেলে নিখোঁজ হন বলে তাদের পরিবার থেকে খবর পাওয়া যায়।

নিখোঁজ জেলেরা হলেন- ওই উপজেলার ছোট মাছুয়া এলাকার মোশারেফ ফরাজীর ছেলে নজরুল মাঝি (৫৫) মৃত হাফেজ আকনের ছেলে বাহাদুর আকন (২২), আকব্বর শাহের ছেলে আল আমিন শাহ (২২), মোসলেম হাওলাদারের ছেলে সালাম (৫০) এবং ভান্ডরিয়া থানার জুনিয়া এলাকার বাবুর্চি মোকলেছ হাওলাদারের ছেলে আব্দুর রহমান (৫০)।

নিখোঁজ জেলেদের স্বজনরা জানান, রোববার রাত সাড়ে ১১টার সময় নিখোঁজ জেলেরা পরিবারের সঙ্গে সবশেষ যোগাযোগ করেন। এর আধা ঘণ্টা পরে প্রবল ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়। এতে ট্রলারে থাকা ১২ জেলে ও মাঝি পানিতে পড়ে যান। পরে ওই রাতেই একটি মাছ ধরার ট্রলার সাত জেলেকে উদ্ধার করে পটুয়াখালীর মহীপুরে একটি হাসপাতালে ভর্তি করায়। বাকি পাঁচ জেলে এখনও নিখোঁজ রয়েছেন।

তুষখালী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রফিকুল ইসলাম সেলিম বলেন, “একটি ট্রলার নিয়ে ছোট মাছুয়া এলাকার ১২ জন জেলে গত ২৬ জুন শুক্রবার মাছ ধরতে সাগরে যান। ৩০ জুন (রোববার) গভীর রাতে প্রবল টেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়।

“সাত জেলেকে উদ্ধার করা হলেও এখনও পাঁচ জেলে নিখোঁজ রয়েছে। উদ্ধার হওয়া সাত জেলে মহীপুরে একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। নিখোঁজ জেলেদের পরিবারের মধ্যে চলছে চরম উৎকণ্ঠা।”

মৎস্য কর্মকর্তা আজহারুল বলেন, “আমরা সোমবার এ বিষয়ে খবর পেয়েছি। এখন বঙ্গোপসাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে। ওই জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবি হয়।

“আমরা কোস্ট গার্ড ও নৌবাহিনীর কর্মকর্তাদের জানিয়েছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি। নৌবাহিনী নিখোঁজদের উদ্ধারের জন্য চেষ্টা করছে।”

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft