প্রকাশ: বুধবার, ৩ জুলাই, ২০২৪, ৯:৩৩ অপরাহ্ন

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। সপরিবারে বর্তমানে তারা ফ্রান্সে অবস্থান করছেন। সেখানে দেশটির বিভিন্ন মনোরম দৃশ্য উপভোগ করছেন।
এরই মধ্যে ঢালিউডের তারকা এ দম্পতিকে বাংলা কমিনিটি থেকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়েছে।
গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল।
তিনি বলেন, ‘সম্প্রতি ইউরোপের দেশ ফ্রান্সে আছেন অনন্ত-বর্ষা। সেখানে তাদের বাংলাদশের কমিনিটি, ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরাম সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। যা আমাদের দেশের জন্য খুবই আনন্দের। চলচ্চিত্রের মানুষকে সবাই ভালোবাসে সম্মান দেয়। এটা আবারও প্রমাণ হলো।’
এদিকে অনন্ত-বর্ষাকে নিয়ে খুব শিগগিরই নতুন সিনেমার ঘোষণা আসছে বলেও জানান ইকবাল। বড় আয়োজনে বিগ বাজেটে নির্মাণ হবে এটি।