মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২ ফাল্গুন ১৪৩১
 

তৃতীয় দিনে আ.লীগের ৭৩৩টি মনোনয়ন ফরম বিক্রি
প্রকাশ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ৫:৫৯ অপরাহ্ন

দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ তৃতীয় দিনে ৭৩৩টি মনোনয়ন ফরম বিক্রি করেছে। এরমধ্যে সরাসরি ৭০৯ জন আর অনলাইনে ২৪ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।

বিপ্লব বড়ুয়া বলেন, আগ্রহী প্রার্থীদের ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৭০৯টি। আর অনলাইনে ২৪ জন মনোনয়ন সংগ্রহ করেছেন।

তৃতীয় দিনে ঢাকা বিভাগে ১৬৬টি, চট্টগ্রাম বিভাগে ১৬৫টি, সিলেট বিভাগ ৩৩টি, ময়মনসিংহ বিভাগ ৫৮টি, বরিশাল বিভাগে ৭৬টি, খুলনা বিভাগে ৯০টি, রংপর বিভাগে ৬২টি ও রাজশাহী বিভাগে ৫৯টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এতে দলটির আয় হয়েছে তিন কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft