বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১২ ফাল্গুন ১৪৩১
 

নারায়ণগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ১২ জন
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ৫:৫১ অপরাহ্ন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য গত শনিবার ১৮ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৩ ( সোনারগাঁ) আসনটিতে ইতোমধ্যেই আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ১২জন পৃথকভাবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকার দীর্ঘ ১৫ বছর অতিক্রম করলেও এ আসনে ১০ বছর ধরে ক্ষমতায় আছে মহাজোটের অন্যতম শরীক দল জাতীয় পার্টি। দলের অভ্যন্তরীণ কোন্দলের কারনেই জাতীয় পার্টিকে ছেড়ে দিতে হয়েছে এই আসনটি।

সোনারগাঁয়ে তৃণমূল পর্যায়ে আওয়ামীলীগ নেতৃবৃন্দরা জানান,অর্থনৈতিক অঞ্চল হিসেবে সারা বিশ্বে সুখ্যাতি অর্জন করা নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনটি।দীর্ঘদিন ক্ষমতাচ্যুত থাকায় অস্তিত্ব সংকটে ভুগছে তৃণমূল আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। কিন্তু এবারও সোনারগাঁ আওয়ামী লীগ ঐক্য তৈরিতে ব্যার্থ। আমরা চেয়েছিলাম ঐক্যবদ্ধ থেকে সবার সিদ্ধান্তে এক জনকে মনোনীত করে মনোনয়ন পত্র সংগ্রহ করা।

আওয়ামীলীগ থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন এমন কয়েক জনের সাথে কথা বললে তারা জবাবদিহিকে জানান, দেশের একজন নাগরিক হিসেবে সবারই নির্বাচন করার অধিকার রয়েছে। মনোনয়ন পত্র যাচাই-বাছাই করে আমাদের নেত্রী যাকে এই আসন দিবেন তার হয়েই সবাই কাজ করবো। নৌকার মনোনয়ন প্রত্যাশীরা এটাকে  ইতিবাচক দিক বিবেচনা  করলেও। 
দলের ভাবমূর্তি রক্ষার্থেই অনেকে আবার ডেমি প্রার্থী হয়েছে বলেও মন্তব্য  করেছেন।

মনোনয়ন প্রত্যাশী ১২ জন হলেন,-  ১. আব্দুল্লাহ আল কায়সার হাসনাত সাধারণ সম্পাদক  সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ। ২. এড. শামসুল ইসলাম ভূঁইয়া সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান। ৩. মোশাররফ হোসেন  কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। ৪. বাবুল ওমর সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ সদস্য  ও সোনারগাঁ উপজেলা ভাইস চেয়ারম্যান। ৫.মারুফুল ইসলাম ঝলক সদস্য সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ। ৬. ডা: আবু জাফর চৌধুরী বীরু সদস্য, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ। ৭. মাহফুজুর রহমান কালাম সদস্য সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ। ৮. এরফান হোসেন দিপ। ৯. দীপক কুমার বণিক। ১০. এডভোকেট হোসনে আরা বেগম বাবলি। ১১. এ এইচ এম মাসুদ দুলাল। ১২. জসিম উদ্দিন আহমেদ চৌধুরী।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft