বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১২ ফাল্গুন ১৪৩১
 

মেহেরপুরে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
মেহেরপুর প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ৫:৪৫ অপরাহ্ন

মেহেরপুরের গাংনীতে সাড়ে ৩ কেজি গাঁজাসহ সাহিদুল ইসলাম (৪১) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। আজ সোমবার সকাল ৮টার দিকে উপজেলার সাহারবাটি গ্রামের দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। 

আটক সাহিদুল ইসলাম সাহারবাটি গ্রামের আ. খালেকের ছেলে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টার দিকে সাহারবাটি গ্রামের দক্ষিণপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ-পরিদর্শক রফিকুজ্জামান নেতৃত্বে একটি টহল দল অভিযান পরিচালনা করেন।

অভিযানে সাহিদুল ইসলামের বসতবাড়ির খাটের নিচে প্লাস্টিকের ব্যাগে স্কচটেপ দিয়ে মোড়ানো সাড়ে ৩ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। 

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই মাদক কারবারি দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিভিন্ন মাদকসেবীর নিকট ক্রয় বিক্রয় করে আসছিল। 

আটক সাহিদুল ইসলামের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) সারণীর ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft