
দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নেয় বর্তমান সরকার। এর ধারাবাহিকতায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলাতেও মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ শেষ হয়েছে। এ দৃষ্টিনন্দন মডেল মসজিদটি এখন উদ্বোধনের অপেক্ষায় দিন গুনছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নেয় বর্তমান সরকার। গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়নকারী সংস্থা ইসলামিক ফাউন্ডেশন এসব মডেল মসজিদের কাজ শুরু করে।
এ ধারাবাহিকতায় ২০১৯সালে ২২ অক্টোবর কালিয়াকৈর উপজেলা মডেল মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এ্যাড. আ.ক.ম মোজাম্মেল হক (এমপি)।
এ দৃষ্টিনন্দন মডেল মসজিদের নির্মাণ ব্যয় ১৭ কোটি টাকার উপরে। অত্যান্ত ধীরগতি আর দীর্ঘসময় নিয়ে রফিক কনষ্ট্রাকশন কোম্পানী (প্রাঃ) লিমিটেড নামে ঠিকাদারি প্রতিষ্ঠান এ নির্মাণ কাজ শেষ করে।
প্রায় ৪০শতক জমির ওপর তিন তলা বিশিষ্ট বি ক্যাটাগরি এ মডেল মসজিদের গ্র্যান্ড ফ্লোরের আয়তন ১২হাজার ৫০০বর্গফুট, প্রথম তলার আয়তন শাহানস্পেসসহ ১২ হাজার বর্গফুট, দ্বিতীয় তলার আয়তন ৮ হাজার বর্গফুট। দৃষ্টিনন্দন ভবনটির মোট আয়তন ৩২ হাজার ৫০০বর্গফুট।
আধুনিক সব সুযোগ-সুবিধাসহ মডেল মসজিদে থাকছে ইসলামিক সাংস্কৃতিক কমপ্লেক্সে পাঠাগার, গবেষনা কেন্দ্র, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, পবিত্র কোরআন হেফজ বিভাগ, শিশু শিক্ষা, অতিথিশালা, পর্যটকদের আবাসন, মৃতদেহ গোসলের ব্যবস্থা, ইমামদের প্রশিক্ষন, গণশিক্ষা কেন্দ্র ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্স। ২য় তলায় মূল নামাজ কক্ষ, কনফারেন্স রুম, ওজুখানা, টয়লেট, উপ-পরিচালকের কক্ষ, হিসাব কক্ষ।
৩য় তলায় পুরুষ ও মহিলাদের পৃথক পৃথক নামাজ কক্ষ, মক্তব কক্ষ, ইসলামিক রিসার্চ সেন্টার, ইমাম মোয়াজ্জিন, খাদেম, শিক্ষক ও সাধারন কর্মচারিদের কক্ষ, অতিথিদের কক্ষ।
এছাড়াও রয়েছে মেহেরাব, সিড়ি ও একটি সুউচ্চ দৃষ্টিনন্দন মিনার। এ দৃষ্টিনন্দন মডেল মসজিদটি এখন উদ্বোধনের অপেক্ষায় দিন গুনছে। এখানে এক সঙ্গে প্রায় ১২শ’ মসুল্লি নামাজ আদায় করতে পারবেন। এ দৃষ্টিনন্দন মডেল মসজিদ পেয়ে খুশি উপজেলাবাসী।
তাদের অভিযোগ, এতো সুন্দর মসজিদটি যেকোনো সময় উদ্বোধন হবে। কিন্তু এর গা ঘেঁষে এখনো অবৈধ সিএনজি স্ট্যান্ড ও দোকানপাট রয়েছে। দক্ষিণ পাশে সরকারি নিচু জমিতে বাজারের সকল প্রকার ময়লা আবর্জনার নর্দমায় দর্রিন্ধ ছড়াচ্ছে। এসব সমস্যা সমাধান না করে মসজিদটি চালু হলে নামাজ পড়া সহ নানা সমস্যার সন্মুখিন হতে হবে বলে জানান স্থানীয় মুসল্লিরা।
উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের পরিদর্শক আবু জাফর আল ফারুকি জানান, এ দৃষ্টিনন্দন মডেল মসজিদের নির্মাণ কাজ শেষ। ইতিমধ্যে এ মসজিদের জন্য পেশ ইমাম, মুয়াজ্জিন, খাদেম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী কাল ১৭এপ্রিল এ দৃষ্টিনন্দন মডেল মসজিদটি উদ্বোধন করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব মডেল মসজিদ উদ্বোধন করবেন। এরপর এটি উন্মুক্ত করে দেয়া হবে। এছাড়া উদ্বোধনের আগে অবৈধ সিএনজি স্টেশন, দোকানপাটগুলো উচ্ছেদ করা হবে। আর নর্দমার বিষয়টি পৌরসভাকে জানানো হয়েছে। পৌরসভা বিষয়টি দেখবে।
জ/আ