রোববার ১৬ মার্চ ২০২৫ ১ চৈত্র ১৪৩১
 

শুরু হলো কাতার বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান
প্রকাশ: রোববার, ২০ নভেম্বর, ২০২২, ৯:১৬ অপরাহ্ন

সব অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হলো কাতার বিশ্বকাপের বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী শেষে রাত ১০টায় টুর্নামেন্টের প্রথম ম্যাচে খেলতে নামবে স্বাগতিক কাতার ও ইকুয়েডর।

উদ্বোধনীর আগে মাঠে বিশ্বকাপ ট্রফি নিয়ে আসেন ফ্রান্সের সাবেক ফুটবলার মার্শেল দেশাই। এর কিছুক্ষণ পর শুরু হয় মূল অনুষ্ঠান। মরুর দেশে উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন দক্ষিণ কোরিয়ার ব্যান্ড বিটিএসের গায়ক জাংকুক।

বাংলাদেশ সময় রাত ৮টায় কাতারের আল বাইত স্টেডিয়ামে শুরু হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। কাতারের রাজধানী দোহা থেকে ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত এই স্টেডিয়ামটি ৬০০০০ দর্শক ধারণে সক্ষম।

'গ্রেটেস্ট শো অন আর্থের' সঙ্গে মানানসই এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে স্বাগতিক কাতার।

ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, নোরা ফাতেহি, আমেরিকান ব্যান্ড 'ব্ল্যাক আইড পিস', রবি উইলিয়ামসদেরও দেখা মিলতে পারে মঞ্চে।

বাংলাদেশের ফুটবলপ্রেমীরা গাজী টিভি, টি-স্পোর্টস ও টফি লাইভ অ্যাপে সরাসরি উদ্বোধনী অনুষ্ঠান দেখার সুযোগ পাবেন।

কাতার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে স্বাগতিক কাতার।


-জ/অ







« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft