রোববার ১৬ মার্চ ২০২৫ ১ চৈত্র ১৪৩১
 

যেভাবে বাংলাদেশে দেখা যাবে বিশ্বকাপের খেলা
প্রকাশ: রোববার, ২০ নভেম্বর, ২০২২, ৯:২৬ অপরাহ্ন

কাতার বিশ্বকাপ ফুটবল মাঠে গড়ানোর আর বাকী কিছুসময়। চার বছর পর ফের ফুটবল উন্মাদনায় মেতেছে বিশ্ব। যদিও বাংলাদেশ ফুটবল দল কখনো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে না পারলেও ফুটবল বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের মানুষের আগ্রহ বাকি সবদেশের চেয়ে বেশিই। শহর থেকে গ্রাম সর্বত্রই টিভি কিংবা বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই নয়, অ্যাপেও দেখা যাবে বিশ্বকাপের খেলা।

কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে সব ম্যাচই বাংলাদেশ থেকেও টিভি পর্দায় সরাসরি উপভোগ করা যাবে। দেশের তিনটি টিভি চ্যানেল দেখাবে বিশ্বকাপের ২২তম আসরের খেলাগুলো। এর মধ্যে- রাষ্ট্রায়ত্ত চ্যানল বিটিভি ছাড়াও আছে ব্যক্তিমালিকানাধীন দুটি চ্যানেল।

বাংলাদেশ টেলিভিশনে বিশ্বকাপের খেলা উপভোগ করতে পারবেন সারা দেশের মানুষ। এছাড়া বেসরকারি স্যাটেলাইট চ্যানেল গাজী টিভিতে দেখা যাবে কাতার বিশ্বকাপের সব ম্যাচ। বেসরকারি মালিকানাধীন দেশের একমাত্র ক্রীড়াবিষয়ক চ্যানেল টি স্পোর্টসও সরাসরি সম্প্রচার করবে বিশ্বকাপ। এছাড়াও ফুটবল বিশ্বকাপ নিয়ে নানারকমের আরও আয়োজন রয়েছে চ্যানেলগুলোতে। খেলার ফাঁকে রয়েছে বিশ্লেষণমূলক আলোচনা অনুষ্ঠানও।

টিভি পর্দা ছাড়াও খেলা দেখা যাবে টফি অ্যাপেও। অ্যাপে সাবস্ক্রিপশনের মাধ্যমে উপভোগ করা যাবে কাতার বিশ্বকাপের খেলা।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft