রোববার ১৬ মার্চ ২০২৫ ২ চৈত্র ১৪৩১
 

নতুন রূপে সাকিব !
প্রকাশ: সোমবার, ২৫ জুলাই, ২০২২, ১২:৫৯ অপরাহ্ন

ক্রিকেটার সাকিব আল হাসান হঠাৎ নবাব রূপে ও যোদ্ধার সমরাস্ত্রে সেজে ফেসবুকে হাজির হয়েছিলেন। এর ঠিক পাঁচ দিন পর নতুন সাজে বাসে ওঠা হকারের রূপে সবাইকে চমকে দিয়েছেন এ বিশ্বসেরা অলরাউন্ডার।

তার এ নতুন লুক দেখে অনেকের চোখ ছানাবড়া।

রোববার (২৪ জুলাই) রাতে সাকিবের ভেরিফায়েড ফেসবুক পেজে আপলোড করা ছবিতে দেখা যাচ্ছে, তার মাথায় ছাই রঙের কোকড়ানো চুল, নাকের নিচে গোফ, মুখে ক্রুর হাসি। গলায় ঝোলানো আবার একটি রূপার চেইন। পরিধেয় শার্টও এই লুকের সঙ্গে মানানসই। যেখানে ভেতরে রয়েছে সাদা স্যান্ডো গেঞ্জি।

ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজের আগে ছুটি নেওয়ায় অফুরন্ত সময় পেয়েছেন সাকিব।  সময়টা বেশ উপভোগও করছেন।  আর তা বোঝাই যাচ্ছে তার ফেসবুক পেজে ঢু মেরে। 

কিন্তু সাকিবের এই নিত্যনতুন লুকে হাজির হওয়ার রহস্য নিয়ে এখনো মুখ খোলেননি তিনি।

তবে বলা হচ্ছে, সবই বিজ্ঞাপনের খেলা। এর আগের নবাব, বাদশা ও যোদ্ধা লুকের ছবিগুলো হচ্ছে দুবাইভিত্তিক কোনো টেলিকম গ্রুপ সংশ্লিষ্টর জন্য।

এবার হকাররূপে সাকিবের উপস্থাপনের বিষয়ে জানা গেছে, কোনো একটি বিজ্ঞাপনের শুটিংয়ের ফাঁকে এ ছবি তুলেছেন সাকিব।  বিজ্ঞাপনচিত্রটি করা হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)।

ইতোমধ্যে সাকিবের এই লুক অবশ্য বেশ আলোড়ন তুলেছে দেশের ক্রিকেটপ্রেমীদের মাঝে।

মাত্র এক ঘণ্টায় প্রায় আড়াই লাখ ভক্ত রিঅ্যাকশন জানিয়েছে ফেসবুকে পোস্ট করা সেই ছবিতে। প্রায় ২০ হাজার মানুষ মন্তব্য করেছেন এবং প্রায় ২ হাজার মানুষ ছবিটা নিজেদের টাইমলাইনে শেয়ার করেছেন।

আর এ প্রতিবেদন লেখা পর্যন্ত অর্থাৎ পোস্ট করার পর ১৭ ঘণ্টায় রিঅ্যাক্টের সংখ্যা প্রায় ৫ লাখ! ৪০ হাজারের বেশি মন্তব্যের পাশাপাশি ছবিটি শেয়ার হয়েছে ৩ হাজার ১০০ বার!

ভক্তদের অনেকেই মজার সব কথা লিখেছেন মন্তব্যের ঘরে।

কেউ সাকিবকে বলছে ট্রাক ড্রাইভার , তো কেউ বাস কন্ডাক্টর। কেউ বলছেন, বাসের হকার হিসেবে দারুণ লুক সাকিবের। চমৎকার।

কেউ আবার বলছেন, ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়ক আল্লু অর্জুনের বেশ ধরার চেষ্টা করেছেন সাকিব। 

আবার অনেকেই মজার ছলে বলেছেন, দুদিন আগের নবাব আজ বাসের হকার!

বেশিরভাগই নেটিজেন জানতে চেয়েছেন, কোনো বিজ্ঞাপনচিত্র নাকি সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন সাকিব? 

সব প্রশ্নের জবাব মিলবে তবে সাকিবের এই হকার লুকের ভিডিওচিত্র সম্প্রচার হলেই। ততদিন পর্যন্ত এ ছবিগুলো রহস্যই হয়ে থাকবে ভক্ত-সমর্থকদের কাছে।
 

-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft