রোববার ১৬ মার্চ ২০২৫ ১ চৈত্র ১৪৩১
 

শপথ নিলেন ভারতের ১৫তম রাষ্ট্রপতি
প্রকাশ: সোমবার, ২৫ জুলাই, ২০২২, ১২:২৯ অপরাহ্ন

ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন দ্রৌপদী মুর্মু। তিনিই ভারতের প্রথম আদিবাসী প্রেসিডেন্ট।

সোমবার (২৫ জুলাই) নয়াদিল্লিতে পার্লামেন্টের সেন্ট্রাল হলে সকাল ১০টা ১৫ মিনিটের দিকে শুরু হয় শপথ অনুষ্ঠান। দ্রৌপদী মুর্মুকে শপথবাক্য পাঠ করান দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রমানা। খবর এনডিটিভির।

সূত্র মতে, ঝাড়খণ্ডের সাবেক গভর্নর দ্রৌপদী মুর্মু গত ১৮ জুলাই প্রেসিডেন্ট নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন ক্ষমতাসীন এনডিএর প্রার্থী ছিলেন।

নির্বাচনে দ্রৌপদী মুর্মুর প্রতিদ্বন্দ্বী ছিলেন বিরোধীদলীয় প্রার্থী যশবন্ত সিনহা। তিনি ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হন। 

শপথ নেওয়ার পর নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে গান স্যালুট দেওয়া হবে। এর পর সেন্ট্রাল হলে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি।

এ সময় বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার স্পিকার ওম বিড়লাসহ কেন্দ্রীয় মন্ত্রিসভার সব সদস্য উপস্থিত থাকবেন।

এমসয় সাঁওতালি শাড়ি পরেই দ্রৌপদী মুর্মু রাইসিনা হিলসে পা রাখেন। বিশেষ শাড়ি নিয়ে দিল্লি পৌঁছেছেন তার নিকট আত্মীয় সুকরি টুডু।

তিনি সাংবাদিকদের জানিয়েছেন, দিদির জন্য ঐতিহ্যবাহী সাঁওতালি শাড়ি নিয়ে এসেছি। ওই শাড়ি পরেই দিদি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন। জানা যায়, সুকরি দ্রৌপদী মুর্মুর ভাইয়ের স্ত্রী।

শুধু শাড়ি নয় দ্রৌপদীর আত্মীয়রা তার জন্য বিশেষ মিষ্টি আরিসা পিঠাও নিয়ে গেছেন দিল্লিতে।

তারা আরও জানিয়েছেন, দ্রৌপদীর এ জয় আদিবাসী সমাজকে আরও এগিয়ে নিয়ে যাবে।

সূত্র জানায়, ভারতের প্রেসিডেন্ট নির্বাচনে ৬৪ শতাংশ ভোট পেয়েছেন দ্রৌপদী। উত্তর প্রদেশ ও মহারাষ্ট্র থেকে সবচেয়ে বেশি সংখ্যক ভোট পেয়েছেন দ্রৌপদী মুর্মু।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft