রোববার ১৬ মার্চ ২০২৫ ২ চৈত্র ১৪৩১
 

আত্মরক্ষার জন্য অস্ত্র রাখতে চান সালমান খান
প্রকাশ: সোমবার, ২৫ জুলাই, ২০২২, ১:১১ অপরাহ্ন

পাঞ্জাবি গায়ক সিধু মুসে ওয়ালার হত্যাকাণ্ডের পর হত্যার হুমকি পেয়েছিলেন সালমান খান ও তার বাবা সেলিম খান। তাই গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলের হুমকির বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছেন সালমান খান।  

মৃত্যুর হুমকি পাওয়ার পর থেকেই নিজের গতিবিধি সীমিত করেছেন সালমান। গত দুই মাসে কোনো অনুষ্ঠানেও দেখা যায়নি তাকে। এমনকি পূর্বনির্ধারিত সূচি থাকার পরও নিজের প্রযোজিত সিনেমার ট্রেলার প্রকাশেও যাননি অভিনেতা।  চলতি বছর ঈদের দিনেও ঘর থেকে বাইরে বেরোননি সালমান। অন্যান্য বছরগুলোর মতো ভক্তদের সঙ্গে দেখা করে শুভেচ্ছাও জানাননি। তবে এবার জানা গেল, নিজের আত্মরক্ষার জন্য পুলিশের কাছে অস্ত্র রাখার আবেদন করেছেন সালমান। 

শুক্রবার বিকাল ৪টার দিকে মুম্বাই পুলিশ কমিশনার বিবেক পানসলকরের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সালমান। গাড়িতে করে ক্রফোর্ড মার্কেটের বিপরীতে মুম্বাই পুলিশ সদর দফতরে পৌঁছান তিনি। সেখানেই সাক্ষাৎ হয় দু’জনের।

জানা যায়, আগেই সালমান আগ্নেয়াস্ত্রের জন্য লিখিত আবেদন করেছেন। গতকাল সে ইস্যুতেই পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

উল্লেখ্য, গায়ক সিধু মুসেওয়ালার খুনের মামলার অন্যতম প্রধান আসামি হিসেবে আপাতত পুলিশ হেফাজতে লরেন্স। অতীতে সালমানকেও হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয় আর সেখানে লেখা ছিল, মুসেওয়ালার মতো করে দেব। সেই চিঠি পেয়েছিলেন সালমানের বাবা সেলিম খানের রক্ষীরা।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft