রোববার ১৬ মার্চ ২০২৫ ২ চৈত্র ১৪৩১
 

চবি ছাত্রীকে যৌন নির্যাতন: ৫ জনের রিমান্ড আবেদন
প্রকাশ: রোববার, ২৪ জুলাই, ২০২২, ১১:২০ অপরাহ্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় গ্রেফতার পাঁচ জনের সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। আজ রোববার বিকালে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা ইয়াসমিনের আদালতে তাদের রিমান্ড আবেদন করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‌‘ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় গ্রেফতার পাঁচ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ডের দুটি পৃথক আবেদন করা হয়েছে। এর মধ্যে একটি আবেদনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আজিম হোসেন (২৩), একই বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নুরুল আবছার বাবু (২২), হাটহাজারী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী নুর হোসেন শাওন (২২) ও একই কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাসুদ রানা মাসুদের (২২) রবিবার রিমান্ড আবেদন করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছিল।’

এসআই মিজানুর রহমান আরও বলেন, ‘এ ঘটনায় গ্রেফতার সাইফুল ইসলামকে শনিবার রাতে থানায় সোপর্দ করেছিল র‌্যাব। রবিবার তাকে আদালতে নিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত তাকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’ আদালতের পরিদর্শক মো. জাকির হোসেন বলেন, ‘রিমান্ড নিয়ে দুটি আবেদনের শুনানি হয়নি। আগামী মঙ্গলবার শুনানি হবে।’

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) রুহুল আমিন সবুজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গ্রেফতার পাঁচ জনকে জিজ্ঞেসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে আসামিদের এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।’

গত ১৭ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। গত শুক্রবার রাতে চার জন এবং গতকাল শনিবার বিকালে একজনকে গ্রেফতার করেছিল র‍্যাব-৭।

-জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft