সোমবার ১৭ মার্চ ২০২৫ ৩ চৈত্র ১৪৩১
 

দক্ষিণ আফ্রিকায় গুলিতে নিহত নোয়াখালীর ২ যুবক
প্রকাশ: রোববার, ২৪ জুলাই, ২০২২, ১১:১৬ অপরাহ্ন

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে প্রকাশ্যে সন্ত্রাসীদের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আজ রোববার বিকেলে তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণ আফ্রিকার ব্রাকফান শহরের একটি ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

নিহত দু'জন হলেন নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের দক্ষিণ পশ্চিম বদরপুর গ্রামের আবদুর রশিদ মিয়ার বাড়ির মৃত মহিন উদ্দিনের ছেলে আরিফ হোসেন (২২) ও একই উপজেলার চাষিরহাট ইউনিয়নের পোরকরা গ্রামের আবদুল লতিফের ছেলে মো. শুভ (২৪)।

দক্ষিণ আফ্রিকাপ্রবাসী মো. মামুন ঢাকা পোস্টকে বলেন, নিহত দুই যুবক দক্ষিণ আফ্রিকার ব্রাকফান শহরের একটি বাংলাদেশির দোকানে কাজ করতেন। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে দুজন সন্ত্রাসী তাদের দোকানে প্রবেশ করে। একপর্যায়ে তারা শুভকে গুলি করে। আরিফ, হাসানসহ তিনজনকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুভ ও আরিফকে মৃত ঘোষণা করেন।  

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সোনাইমুড়ী উপজেলার দক্ষিণ আফ্রিকা প্রবাসী দুজনের মৃত্যুর খবর শুনেছি। তাদের সেখানে জানাজা শেষে বাংলাদেশে পাঠানোর কথা রয়েছে।


-জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft