রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ৯ ফাল্গুন ১৪৩১
 

গরুহাটের জায়গায় রাস্তার কাজ গুড়িয়ে দিল পৌরসভা
ফেনী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ এপ্রিল, ২০২২, ৮:৩৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: শনিবার, ২৩ এপ্রিল, ২০২২, ৮:৩৭ অপরাহ্ন

ফেনীর ছাগলনাইয়া পৌরসভাধীন মির্জার বাজার গরুরহাটের ওপর দিয়ে এমপির বরাদ্দে পাকা রাস্তা তৈরির কাজ গুড়িয়ে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। জানা গেছে, ছাগলনাইয়া পৌরসভাধীন শতবছরের পুরনো মির্জার বাজার গরুর হাটে পশু বেচা-কেনা কয়েক বছর ধরে বন্ধ রয়েছে। স্থানীয়ভাবে পৌরবাসীর পশু বেচাকেনার সুবিধার্থে দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে আবারো পশুর হাটটি চালুর উদ্যোগ নিয়েছেন ছাগলনাইয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও  পৌরসভার মেয়র এম. মোস্তফা।

কয়েক মাস পূর্বেও বাজারের পশ্চিম পাশে নতুন বাড়ি-ঘরের মালিকরা নিজেদের সুবিধামতো বাজারের উত্তর ও দক্ষিণ পাশে বাজারের সরকারি জায়গায় পাকা রাস্তা তৈরির চেষ্টা করেছিল। পৌর কর্তৃপক্ষ রাস্তাগুলো গুড়িয়ে দিলে বাধার মুখে সেই প্রচেষ্টা সফল হয়নি। শুক্রবার আবারো উত্তর পাশে পাকা রাস্তা তৈরি কাজ শুরু করে ঠিকাদার। খবর পেয়ে পৌর কর্তৃপক্ষ বাজারের জায়গায় অবৈধ পাকা রাস্তা তৈরির কাজ বন্ধ করে দিয়ে ইট-সিমেন্ট জব্দ করে । এদিকে অবৈধভাবে গাছের গুড়ি পেলেও বাজারের জায়গা দখলে রাখার অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় পৌর কাউন্সিলর ও প্রকল্পের সদস্য নুরুল আলম জানান, এমপি বরাদ্ধে পাকা রাস্তা তৈরির কাজ শুরু হলেও পৌর কর্তৃপক্ষের বাঁধার মুখে কাজ বন্ধ হয়ে যায়। ছাগলনাইয়া পৌরসভার মেয়র এম. মোস্তফা জানান, পৌরবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে শতবছরের পুরনো মির্জার বাজার পশুরহাটটি চালুর উদ্যোগ নেয়া হয়েছে। বাজারের জায়গার ওপর দিয়ে বাড়ির মালিকরা তাদের ইচ্ছামতো পাকা রাস্তা তৈরি করলে পুরো বাজারটি এক সময়ে বেদখল হওয়ার আশঙ্কায় পৌর কৃর্তৃপক্ষ সরকারি সম্পতি রক্ষার উদ্যোগ নিয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft