রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১০ ফাল্গুন ১৪৩১
 

মানিকগঞ্জে হেরোইনসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার
মা‌নিকগঞ্জ প্রতি‌নি‌ধি
প্রকাশ: শনিবার, ২৩ এপ্রিল, ২০২২, ৮:৩৯ অপরাহ্ন

মানিকগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৫ লক্ষ ৪০ হাজার টাকার হেরোইনসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।শনিবার (২৩ এপ্রিল) দুপুরে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম। 

এর আগে, শুক্রবার (২২ এপ্রিল) দিনগত রাতে বেউথা বী্রজ সংলগ্ন মাছের আড়তের সামনে থেকে মো. রকি (২২), চামটা খাসড়কুড়ি গ্রামের নিজ বাড়ির পিছন থেকে মো. আলতাব হোসেন (৪৪) গিলন্ড এলাকার মো. ফারুক মোল্লা (৩৫) এদের কাছ থেকে ৫৪ গ্রাম হেরোইন উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করেন ডিবি পুলিশ।

প্রেসবিজ্ঞপ্তিতে ওসি মো. নজরুল ইসলাম জানায়, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানের নির্দেশনায় জেলা গোয়েন্দ শাখার (ডিবি) পুলিশ। গত রাতে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এদেরকে মাদকসহ গ্রেফতার করে। গ্রেফতারদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft