মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫ ৪ চৈত্র ১৪৩১
 

মুক্তি পেল কাতার বিশ্বকাপের থিম সং (ভিডিও)
প্রকাশ: শুক্রবার, ১ এপ্রিল, ২০২২, ৭:১৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: শুক্রবার, ১ এপ্রিল, ২০২২, ৭:২২ অপরাহ্ন

২৩৪ দিন পর ইতিহাসে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞ বিশ্বকাপের আসর। শুক্রবার (১ এপ্রিল) কাতারের দোহায় এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে বাংলাদেশ সময় রাত ১০টায় অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের ড্র। ইতোমধ্যেই বিশ্বকাপের ২৯ দেশ চূড়ান্ত হয়েছে। বাকি আর তিনটি। তারা কারা জানার আগেই আজ হবে বিশ্বকাপ ফুটবলের ড্র।

অবশ্য তার আগেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) এবারের বিশ্বকাপের থিম সং "হায়া হায়া (বেটার টুগেদার)" মুক্তি দিয়েছে। বিশ্বকাপের থিম সংয়ের শিল্পী হলেন নাইজেরিয়ার তারকা সংগীতশিল্পী ডাভিদো তার সঙ্গে আছেন যুক্তরাষ্ট্রের ত্রিনিদাদ কারদোনা এবং কাতারের তারকা আয়শা।

ডাভিডো, ত্রিনিদাদ এবং আয়শাকে এবারের বিশ্বকাপের থিম সংয়ের জন্য মনোনীত করায় ফিফা তার পক্ষে যুক্তিও দিয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটে ফিফা জানায়, 'আমাদের লক্ষ্য ফুটবল এবং সংগীতের মাধ্যমে গোটা বিশ্বের সমর্থকদের সঙ্গে যুক্ত হওয়া এবং এই গানের মধ্যমেই গোটা বিশ্বের মানুষ একত্র হবে বলেই আমরা মনে করছি।'

তবে এবারের বিশ্বকাপে নতুন কোনো দেশের দেখা মিলবে না। ইতালি, কলম্বিয়া, নাইজেরিয়া, মিশরকে যেমন মিস করবে বিশ্ব। তেমনি মিস করবে মোহাম্মেদ সালাহ, আরলিং হাল্যান্ড, জ্লাতান ইব্রাহিমোভিচ, দোনারোমার মত তারকা। ৩২ দলের বিশ্বকাপ হয়তো এবারই শেষবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে কেননা ফিফার পরিকল্পনায় রয়েছে ২০২৬ বিশ্বকাপ থেকেই অংশগ্রহণকারী দলের সংখ্যা ৪৮ এ নিয়ে যাওয়ার।

গ্রুপ পর্বের এই ড্র ফিফা অফিসিয়াল ওয়েবসাইট, ইউটিউব ও সোশ্যাল মিডিয়া চ্যানেলসহ তাদের সব প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করবে। ’দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ এর ড্র কাভার করবে প্রায় সব আন্তর্জাতিক স্পোর্টস টিভি চ্যানেলও।

চার পটের ৩২ দল
পট ১: কাতার, ব্রাজিল, বেলজিয়াম, ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল।
পট ২: মেক্সিকো, নেদারল্যান্ডস, ডেনমার্ক, জার্মানি, উরুগুয়ে, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র, ক্রোয়েশিয়া।
পট ৩: সেনেগাল, ইরান, জাপান, মরক্কো, সার্বিয়া, পোল্যান্ড, দক্ষিণ কোরিয়া, তিউনিশিয়া।
পট ৪: ক্যামেরুন, কানাডা, ইকুয়েডর, সৌদি আরব, ঘানা, আন্তঃমহাদেশীয় প্লে-অফ ১, আন্তঃমহাদেশীয় প্লে-অফ ২, ইউরো প্লে-অফ।

ড্র-এর নিয়মকানুন
কাতার বিশ্বকাপে নাম লেখানো ৩২টি দলকে সর্বশেষ ফিফা র‍্যাংকিং (৩১ মার্চ, ২০২২) অনুসারে ৪টি ভিন্ন পটে রাখা হবে। তন্মধ্যে ৩টি দল এখনো নিশ্চিত হয়নি, তাদের জন্য আলাদা জায়গা (স্লট) রাখা হবে।

আয়োজক হিসেবে কাতার এক নাম্বার পটে শীর্ষস্থানীয় দল হিসেবে থাকবে। কাতারের সঙ্গী হবে বর্তমান ফিফা র‍্যাংকিংয়ের সেরা ৭টি দল। প্রতিটি পট থেকে একটি করে দল নিয়ে আটটি ভিন্ন গ্রুপ (এ থেকে এইচ) তৈরি হবে।
ইউরোপ ব্যতিত অন্য কোন অঞ্চলের একাধিক দল একই গ্রুপে থাকতে পারবে না।
প্রতিটি গ্রুপে ইউরোপের কমপক্ষে একটি এবং সর্বোচ্চ দুইটি দল থাকতে পারবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft