প্রকাশ: শুক্রবার, ১ এপ্রিল, ২০২২, ৭:২২ অপরাহ্ন

আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের গুরুদায়িত্ব পেয়েছেন পাকিস্তানের সাবেক গতিতারকা উমার গুল। ক্রিকেটের নব্য পরাশক্তির নতুন বোলিং কোচ ও পরামর্শক হয়েছেন তিনি। ৩৭ বছর বয়সী পেসার নিজিই বিষয়টি নিশ্চিত করেছেন।
ক্রিকেট পাকিস্তানকে গুল জানান, আগামী ৪ এপ্রিল আবুধাবিতে আফগান টিমের ক্যাম্পে যোগদান করবেন তিনি।
বর্ণিল আন্তর্জাতিক ক্যারিয়ারে ৪০০ উইকেট শিকার করেছেন ৩৭ বছর বয়সী পেসার। তিন সপ্তাহের জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সঙ্গে প্রাথমিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তবে এই চুক্তির মেয়াদ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
গুল বলেন, ‘পিএসএল, কেপিএল, এলপিএল ও ঘরোয়া ক্রিকেটের দলকে কোচিং করানোর পর আন্তর্জাতিক দলকে সহায়তা করতে পারাটা দারুণ আনন্দের বিষয়। আমি আমার অভিজ্ঞতা দিয়ে আফগান বোলারদের সাহায্য করতে চেষ্টা করব।’
এর আগে আফগানিস্তানের প্রধান কোচ হন ইংল্যান্ডের সাকে ব্যাটার গ্রাহাম থর্প।