মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫ ৪ চৈত্র ১৪৩১
 

পাকিস্তানে নির্যাতিত সম্প্রদায়ের নারীরা মার্শাল আর্টে
প্রকাশ: শুক্রবার, ১ এপ্রিল, ২০২২, ৭:০৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: শুক্রবার, ১ এপ্রিল, ২০২২, ৭:১৯ অপরাহ্ন

পাকিস্তানের নির্যাতিত সম্প্রদায় হাজারা। রাষ্ট্রটিতে যে সম্প্রদায় সবচেয়ে বেশি সুবিধাবঞ্চিত ও নির্যাতনের শিকার। সেই সম্প্রদায়ের নারীরাই অংশ নিচ্ছে মার্শাল আর্টে। শুধু তাই নয় পাকিস্তানের  খেলোয়াঢ়দের বেশিরভাগই হাজারা সম্প্রদায়ের।

এখনো শহরের এক প্রান্তে বিচ্ছিন্ন এলাকায় বাস করেন হাজারা সম্প্রদায়ের মানুষেরা।  দিনে দুপুরে যেখানে বোমা হামলার ঘটনা ঘটে হরহামেশা। ২০১৩ সালে কোয়েটায় বোমা হামলার ঘটনায় দুইশোরো বেশি মানুষ নিহত হন। এরপরও তাদের নিরাপত্তায় বসানো হয়েছে চেকপয়েন্ট। নানা ধরনের বাধা-বিপত্তি পার হয়ে চলছেন এই সম্প্রদায়ের মানুষ।

আর এজন্যই নিজেদের ওপর চলা রাষ্ট্রিয় নির্যাতনে মধ্যে নিজেদের টিকিয়ে রাখতেই সেখানকার মেয়েরা শিশুকাল থেকেই শিখছে কারাতে। হাজারা সম্প্রদায়ের নারীরা জানান, কাছে কারাতে হলো প্রতিপক্ষকে জবাব দেয়া এবং যে ধরনের নিষেধাজ্ঞার মধ্যে তারা জীবনযাপন করছেন সেটাকে ভেঙে সামনের দিকে পথ চলা।

সূত্র : বিবিসি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft