বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৩ ফাল্গুন ১৪৩১
 

৩ দিনের ছুটি শেষে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু
হিলি (দিনাজপুুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ মার্চ, ২০২২, ২:২১ অপরাহ্ন



টানা তিন দিনের ছুটি শেষে আজ ২০ মার্চ রবিবার থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে সকল পণ্য আমদানি রফতানি কার্যক্রম পূর্বের নিয়মে চালু হয়েছে। সেই সাথে বন্দরের অভ্যন্তরীন সকল কার্যক্রম চালু হয়েছে। 

রবিবার (২০ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশন সভাপতি আব্দুর রহমান লিটন।   
তিনি বলেন, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস, শুক্রবার সাপ্তাহিক ছুটি ও ১৯ মার্চ পবিত্র শবেবরাত উপলক্ষে তিন দিন হিলি স্থলবন্দর দিয়ে ভারত- বাংলাদেশের সকল প্রকার আমদানি রফতানি কার্যক্রম বন্ধ ছিলো। তিন দিনের ছুটি শেষে আজ ২০ মার্চ রবিবার সকাল থেকে হিলি বন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম পূর্বের নিয়মে চালু হয়েছে।

হিলি স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ বলেন, টানা তিন দিনের ছুটি শেষে আজ ২০ মার্চ রবিবার থেকে হিলি বন্দরে পণ্য আমদানি রফতানি ও পোর্টের অভ্যন্তরীন সকল কার্যক্রম পূর্বের নিয়মে চালু হয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft