বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৩ ফাল্গুন ১৪৩১
 

ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, শালা-দুলাভাইয়ের মৃত্যু
প্রকাশ: রোববার, ২০ মার্চ, ২০২২, ২:৩৪ অপরাহ্ন



দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে শ্যালক ও দুলাভাই বলে জানা গেছে। রবিবার ভোরে দিনাজপুর সদর উপজেলার কাউগাঁ মোড়ের রাজাপুকুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে শ্যালক ও দুলাভাই বলে জানা গেছে। রোববার ভোরে দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের কাউগাঁ রাজাপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শহরের বড়বন্দর এলাকার ২৩ বছর বয়সী আনোয়ারুল ইসলাম কৃষন মজুমদার ও তার শালা ২২ বছরের নজরুল ইসলাম।

স্থানীয়রা জানায়, ভোরে মোটরসাইকেলে ফুলবাড়ীর দিকে যাচ্ছিলেন শালা-দুলাভাই। কাউগাঁ রাজাপুকুর এলাকায় একটি ট্রাককে সাইড দিতে গিয়ে মহাসড়কেরে ওপর দাঁড়িয়ে থাকা দুর্ঘটনাকবলিত আরেকটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে রাস্তার ওপর ছিটকে পড়ে দুজনই নিহত হন।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, তাদের মরদেহ উদ্ধারে গিয়ে ২২ বোতল ফেনসিডিলও উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft