বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৩ ফাল্গুন ১৪৩১
 

ময়মনসিংহে ৫৪ কেজি গাজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক
ময়মনসিংহ প্রতিনিধি :
প্রকাশ: রোববার, ২০ মার্চ, ২০২২, ২:১৮ অপরাহ্ন



ময়মনসিংহে র‌্যাব-১৪ সিপিএসসি, টিটিসি বিশেষ আভিযান পরিচালনা করে ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শনিবার সকালে গৌরীপুর ও নান্দাইল থেকে তাদেরকে আটক করে। 

আটককৃতদের কাছ থেকে ৫৪ কেজি গাজা, গাজা পরিবহনে ব্যবহৃত পিকআপ, মোবাইল ও নগদ টাকা উদ্ধার করে। র‌্যাবের মেজর আখের মুহম্মদ জয় ও সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে এই অভিযান চালানো হয় বলে র‌্যাব জানায়।

র‌্যাবের কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় জানান, ময়মনসিংহের গৌরিপুরের রামগোপালপুর বাসষ্টান্ড সংলগ্ন কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে এবং নান্দাইল থানাধীন বেলালাবাদ, দত্তপুর, কানুরামপুর পূর্ববাজার ইসলামিয়া লাইবেধরীর সামনে পৃথক দুইটি অভিযান পরিচালনা করে ৫ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তারা হলো, নাসির মিয়া, সবুজ মিয়া, আল আমিন, রেজাউল করিম ও শামীম ফকির। তাদের কাছ থেকে ৫৪ গাঁজা, ২টি পিকআপ, ৫টি মোবাইলসেট ও নগদ ১০,০৭৫ টাকা উদ্ধার করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft