বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৩ ফাল্গুন ১৪৩১
 

শ্রীমঙ্গলে স্কুল শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার
শ্রীমঙ্গল ( মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ মার্চ, ২০২২, ৯:৫০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: বুধবার, ৩০ মার্চ, ২০২২, ৮:৩৬ পূর্বাহ্ন



শ্রীমঙ্গলের একটি ভাড়া বাসা থেকে স্কুল শিক্ষিকা ঝর্ণা কুর্মির অর্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় তার চাচা রাম প্রসাদ কুর্মী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর ওই স্কুল শিক্ষিকার স্বামী সঞ্জয় কুর্মিকে পুলিশ গ্রেফতার করেছে।

শুক্রবার(১৮ মার্চ) বিকেলে শ্রীমঙ্গল শহরের সুরভিপাড়ার একটি ভাড়া বাসা থেকে মির্জাপুর ইউনিয়নের চাতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষিকা ঝর্না কুর্মীর অর্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত্যুর পর থেকেই ঝর্ণা কুর্মির পরিবার এটিকে হত্যা বলে দাবী করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাৎক্ষণিক মৃত ঝরণা কুর্মীর স্বামী সঞ্জয় কুর্মী, শ্বশুর সিউধনী কুর্মীসহ এক মহিলাকে পুলিশ থানায় নিয়ে আসে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম অর রশীদ তালুকদার জানান,  মৃত ঝর্ণার চাচা বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে। এ ঘটনায় ঝর্ণার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।  অন্যদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। তিনি বলেন, ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft