২ হাজার কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ বিজিবির
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৯:১৮ এএম

এক বছরে অভিযান পরিচালনা করে ১ হাজার ৯০৮ কেটি ২৮ লাখ টাকা সমমূল্যের বিভিন্ন প্রকার চোরাচাল পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এই পণ্যসামগ্রী জব্দ করা হয়। 

সোমবার (২৬ জানুয়ারি) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চোরাচালান পণ্য উদ্ধারকালে বিপুল অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৬৪টি পিস্তল, ২টি এসএমজি, ১৯টি হ্যান্ড গ্রেনেড, ১০টি রাইফেল, ৩টি রিভলভার, ৫৬টি বিভিন্ন প্রকার গান, ১,৫০৯টি গোলাবারুদ, ৫৭টি ম্যাগাজিন, ৮টি মর্টার শেল, ৭৩,১০০টি সীসার গুলি, ২০.০৫ কেজি গান পাউডার, ৪টি মাইন, ৭৯টি হাত বোমা, ৪০টি পেট্রাল বোম, ১৭৮টি ককটেল এবং ২৫টি অন্যান্য অস্ত্র।

আরও পড়ুন : প্রবাসীদের হাত ধরে বিদেশি বিনিয়োগ এলে মিলবে নগদ প্রণোদনা

জব্দকৃত চোরাচালন পণ্যের মধ্যে রয়েছে ৬০ কেজি ৫৫৬ গ্রাম স্বর্ণ ও ১৬৮ কেজি ২৪১ গ্রাম রৌপ্য। এ ছাড়া বিপুল পরিমান পোশাক, কসমেটিক্স, ইমিটিশন গহনা, চিনি, চা পাতা, পিঁয়াজ, কস্টি পাথরের মূর্তি, মোবাইল, চকলেট ও গরুসহ বিভিন্ন প্রকার পণ্য ও যানবাহন। 

জব্দ তালিকায় মাদকের মধ্যে উল্লেখযোগ্য ৫৫ কেজি ৬৩৬ গ্রাম হেরোইন,  ১৩ কেজি ৬৪৭ গ্রাম কোকেন, ও ১ কোটি ৪৭ লাখ চৌদ্দ হাজার ২৯৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার দেখানো হয়েছে।

এ ছাড়াও দেশি-বিদেশি মদ, ফেনসিডিল, গাঁজা, নেশা জাতীয় উত্তেজনক ইনজেকশন, ক্রিস্টাল মেথ আইসসহ বিভিন্ন প্রকার মাদক জব্দ করা হয়। 
এ ছাড়া মাদক পাচার ও চোরাচালে জড়িত থাকার অভিযোগে ২ হাজার ৩৩৪ জনকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৪,২৩৮ জন বাংলাদেশী নাগরিক, ১২৪ জন ভারতীয় নাগরিক এবং ৭,৩৬৮ জন মায়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft