১২ ফেব্রুয়ারি ‘চাঁদাবাজ-দখলদাররা’ পরাজিত হবে: নাহিদ
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৫:৫৭ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ‘চাঁদাবাজ-দখলদাররা’ পরাজিত হবে বলে মন্তব্য করেছেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। একইসঙ্গে নির্বাচন কমিশন নিরপেক্ষ নেই বলেও অভিযোগ করেন তিনি। আজ রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর বাড্ডার সাঁতারকুলে নির্বাচনী প্রচারের সময় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। এবার যেহেতু নতুন দল, নতুন সমীকরণ তৈরি হয়েছে সেই জন্য আমার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখতে পাচ্ছি। 

আরও পড়ুন : সুষ্ঠু ভোটের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে- প্রত্যাশা তাসনিম জারা‘র

তিনি বলেন, এবারের নির্বাচন ঐতিহাসিক নির্বাচন, মানুষের ভাগ্য পরিবর্তনের, এটা আমরা মানুষকে বোঝাচ্ছি। এটা নিয়ে মানুষের প্রত্যাশা অনেক। মানুষ ভেবেছিল ৫ আগস্টের মধ্য দিয়ে এই সংস্কৃতির মৃত্যু ঘটবে।

কিন্তু আমরা দেখলাম ৫ আগস্টের পর আবার চাঁদাবাজি, দখলদারি ইত্যাদি শুরু হয়েছে। আমরা মনে করি ১২ ফেব্রুয়ারি যারাই দখলদারদের সমর্থন দিয়েছে, তারা পরাজিত হবে, মানুষ সেটাই চাচ্ছে।

নাহিদ বলেন, ১১ দলের প্রার্থীরা সংস্কার এবং ইনসাফের পক্ষে, সারাদেশে তাদের পক্ষেই জনজোয়ার থাকবে। 

নির্বাচন কমিশন নিরপেক্ষ নেই মন্তব্য করে এনসিপি আহ্বায়ক বলেন, তারা গণভোটের প্রচারণা করার জন্য আমাকে শোকজ দিয়েছিল। অন্যদিকে প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী যখন নিয়ম ছিল না তখন থেকে প্রচারণা করে যাচ্ছে। 

আরও পড়ুন : বিএনপি দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করেছে : তারেক রহমান

নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, সরাসরি কোনো বাধা না দিলেও সমর্থকদের ভয়ভীতি দেখানো হচ্ছে, থ্রেট দেওয়া হচ্ছে। অফিস নিতে বাধা দেওয়া হচ্ছে। 

তিনি আরও বলেন, মানুষ যাতে ভোট কেন্দ্রে আসতে নিরুৎসাহিত হয় সেই জন্য এক ধরনের ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। এটা কোনো কাজে আসবে না। আমরা মনে করি মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসবে। আমরা আশা করি প্রশাসন নিরপেক্ষ থাকবে, নইলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাজনীতি   এনসিপি   নির্বাচন   নাহিদ ইসলাম  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft