নাসীরুদ্দীন পাটওয়ারী নিজ স্বার্থে হাদি ভাইকে বিক্রি করছেন : আব্দুল কাদের
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১০:৪১ এএম

ঢাকা ৮ আসনে জামায়াতে ইসলামী সমর্থিত জোট থেকে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। তিনি জানান নিজ স্বার্থে নাসীর ওসমান হাদিকে ‘বিক্রি করছেন’।

সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে এই অভিযোগ করেন তিনি। তার কথা, ‘জনাব নাসীরুদ্দীন পাটওয়ারী এখন যা করতেছে, যা বলতেছে, সেটা স্রেফ নোংরামি। পায়ে পাড়া দিয়ে ঝামেলা বাঁধানোর জন্য তিনি উঠে পড়ে লাগছেন। নিজের স্বার্থে শহীদ ওসমান হাদি ভাইকে বিক্রি করতেছেন। ৫-ই আগস্টের পরে এরকম রাজনৈতিক সংস্কৃতি ফিরে আসুক, সেটা আমরা কখনো চাই নাই, এদেশের মানুষও চায় না।’

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের এই নেতা আন্দোলনে নাসীরুদ্দীনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ‘নাসীর ভাই আন্দোলনে এই করছেন, সেই করছেন বলে হম্বিতম্বি করতেছেন। কিন্তু আমি-আমরা তেমনটা দেখি নাই।’

আরও পড়ুন : চট্টগ্রামে তরুণদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান

এই প্রশ্নটা তিনি করেছেন আসিফ-নাহিদ-মাহফুজদেরও। তার ভাষ্য, ‘অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরপরই বাংলামোটর ‘বিয়াম’ এ আসিফ-নাহিদ-মাহফুজ ভাইদের সাথে আমাদের প্রথম মিটিং হইছিল। মিটিং এ আমরা যারা ১৯ জুলাই থেকে আন্দোলন টেনে নিয়ে গিয়েছিলাম, সেই জুনিয়র লেয়ারের সদস্যরা একটা কনসার্ন জানাইছিলাম- ‘নাসীরুদ্দীন পাটওয়ারী ভাই কোত্থেকে এসে লিয়াঁজো কমিটির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব বাগিয়ে নিলেন? তাছাড়া তাকে তো বিশ্বাস করার উপায় নাই। তিনি শিবির, ছাত্র ফেডারেশন, এবি পার্টি ভেঙে আসা লোক, তিনি আবারও যে আমাদের এই নতুন উদ্যোগকে ভেঙে দিবেন না, সেটার গ্যারান্টি কি?’’ 

এই প্রশ্নের জবাব তাকে দিয়েছিলেন নাহিদ ইসলাম। আব্দুল কাদেরের কথা, ‘নাসীরুদ্দীন পাটওয়ারীর আন্দোলনে অবদানের প্রশ্নের নাহিদ ভাই জবাবে বললেন, ‘নাসীর ভাই নাকি তাকে আন্দোলনের সময় একদিন আশ্রয় দিয়েছেন আর ডিআরইউতে সংবাদ সম্মেলনের দিন তাকে হেল্প করেছেন।’’

আরও পড়ুন : আজ চট্টগ্রামে তারেক রহমানের জনসভা

আব্দুল কাদের আরও যোগ করেন, ‘আমাদের পালটা প্রশ্ন ছিল, এতোটুকু অবদান এবং তার অতীত ইতিহাস বিবেচনায় কি তাকে  লিয়াজো কমিটির মতো এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া উচিত হবে কি না। জবাবে নাহিদ ভাইরা বললেন, নাসীরুদ্দীন পাটওয়ারী সিনিয়র মানুষ, তার এক্সপেরিয়েন্সকে আমাদের কাজে লাগাতে হবে। সেজন্য তাকে আমাদের প্রয়োজন।’ 

নাসীর তার অঙ্গীকার রাখেননি, দাবি করেন আব্দুল কাদের; এরপর তিনি আফসোসও প্রকাশ করেন। তিনি বলেন, ‘তারপর তো অনেক শপথ-টপত হইলো সেখানে। নাসীর ভাই অঙ্গিকার করলেন, তিনি অতীতের মতো এই পার্টি ভাঙবেন না। কিন্তু এখন এসে আমরা সেই অঙ্গীকারের ছিটেফোঁটাও দেখতে পেলাম না! আফসোস!’

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft