আমাদের সিদ্ধান্ত পরিবর্তনের কোন সুযোগ নেই: আসিফ নজরুল
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১০:৪১ পিএম

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ভারতের নিরাপত্তা পরিস্থিতির কোনও পরিবর্তন না হওয়ায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশের সেখানে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আজ বৃহস্পতিবার রাজধানীর এক হোটেলে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের একথা বলেন তিনি।

তিনি বলেন, আমাদের সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই। আমরা মনে করি আইসিসি আমাদের সঙ্গে ন্যায়বিচার করেনি, তবে এখনো আশা করছি তারা তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।

আরও পড়ুন : উপদেষ্টা পরিষদে ১১ অধ্যাদেশ ও নীতি অনুমোদন

তিনি জানান, আইসিসি বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার বিসিবির আবেদন প্রত্যাখ্যান করার পর উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে খেলোয়াড়দের সরাসরি অবহিত করতেই এই বৈঠকের আয়োজন করা হয়।

আসিফ নজরুল বলেন, আইসিসি দাবি করছে যে ভারতে ক্রিকেট আয়োজনের জন্য নিরাপত্তা পরিস্থিতি যথেষ্ট ভালো, কিন্তু আমরা যা দেখছি তা হলো পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। আমাদের নিরাপত্তা উদ্বেগ হঠাৎ করে তৈরি হয়নি; এটি একটি বাস্তব ঘটনার ফল।

তিনি বলেন, যখন একজন খেলোয়াড়ের নিরাপত্তাই নিশ্চিত করা যায় না, তখন খেলোয়াড়, কর্মকর্তা, সাংবাদিকসহ পুরো একটি বহরের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা সম্ভব?

আইসিসির ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, সংস্থাটি কেবল স্ট্যান্ডার্ড নিরাপত্তা প্রটোকলের দিকেই নজর দিয়েছে, কিন্তু যে ঘটনার কারণে বাংলাদেশের উদ্বেগ তৈরি হয়েছে, সেটিকে উপেক্ষা করেছে। আইসিসি কিংবা ভারত সরকার, কেউই বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ সমাধানে কোনো উদ্যোগ নেয়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয়   খেলাধুলা   ক্রিকেট   বাংলাদেশ   টি-টোয়েন্টি বিশ্বকাপ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft