প্রবাসী ভোটারদের ২৫ জানুয়ারির মধ্যে ব্যালট পাঠানোর আহ্বান ইসির
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ১:০৭ পিএম

আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটে ভোটদান সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠানোর জন্য প্রবাসী বাংলাদেশি ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২১ জানুয়ারি) জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রবাসী ভোটারদের প্রদত্ত ভোট যেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে যথাসময়ে পৌঁছাতে পারে, তা নিশ্চিত করতেই এই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

আরও পড়ুন : ৮ জেলায় ‘ই-বেইলবন্ড’ উদ্বোধন করলেন আইন উপদেষ্টা

এদিকে, নির্বাচনী প্রচারণায় পোস্টার হ্যান্ডবিল লাগানো যাবে না বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী। সকালে নির্বাচন কমিশনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি। রিটার্নিং অফিসার জানান, নির্বাচনী প্রচারণায় অটোরিকশায় মাইক ব্যবহার করা যাবে। তবে পরিবেশ দূষণ যেন না হয়, সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। বলেন, ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের ২৬৫টি কেন্দ্র আছে। অধিকাংশ কেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান তিনি।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft