র‍্যাবের টিএফআই সেলে গুম নির্যাতনের মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৯:৩৯ এএম

আজ র‍্যাবের টিএফআই সেলে গুম নির্যাতনের মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে। শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক, আসাদুজ্জামান খান কামাল, র‍্যাবের সাবেক ৩ মহাপরিচালক ও ১১ সাবেক সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে বুধবার (২১ জানুয়ারি) সাক্ষ্য দিবেন গুমের ভুক্তভোগী ব্যারিস্টার আরমান। তার সাক্ষ্যগ্রহণ সরাসরি সম্প্রচার হতে পারে।

'আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১'-এর বিচারিক প্যানেলে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে, ২৩ ডিসেম্বর, ১৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এ মামলার গ্রেফতার আছেন ১০ সেনা কর্মকর্তা। 

আরও পড়ুন : হাদি হত্যা মামলা : পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলে ৫ দিন সময় পেল সিআইডি

অভিযোগ বলা হয়, আওয়ামী শাসনামলে র‍্যাবের টিএফআই সেল নামের গোপন বন্দিশালায় ব্যারিস্টার আরমানসহ ১৪ জনকে গুম করে নির্যাতন করা হয়। ৫ আগস্টের পর তাদের অনেকেই মুক্তি পান৷ 

এদিকে, গত মঙ্গলবার (২০ জানুয়ারি) তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে উত্তরায় র‍্যাবের গোপন বন্দিশালা টিএফআই সেল পরিদর্শন করেন সেনা কর্মকর্তাদের আইনজীবীরা। এছাড়া একই দিনে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় ট্রাইব্যুনালে সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ হতে পারে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft