ইতিহাস গড়ে জয় পেল দক্ষিণ আফ্রিকা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৩:৪৫ পিএম

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এক ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে ইতিহাস গড়েছে দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টের ইতিহাসে নিজেদের সর্বোচ্চ দলীয় রান করার পাশাপাশি সর্বোচ্চ ব্যবধানে জয়ের কৃতিত্বও অর্জন করেছে প্রোটিয়া যুবারা। জেসন রোলস ও অধিনায়ক মুহাম্মেদ বুলবুলিয়ার শতকে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে তারা তোলে ৩৯৭ রান। জবাবে তানজানিয়া মাত্র ৬৮ রানে গুটিয়ে গেলে ম্যাচটি দক্ষিণ আফ্রিকা জিতে নেয় ৩২৯ রানের বিশাল ব্যবধানে।

ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকা। ১৪ ওভারে দুই উইকেট হারিয়ে ৯৩ রান তোলার পর বুলবুলিয়া ও রোলসের ব্যাটে আসে বড় জুটি। দুজনে মিলে ১৭৬ বলে ২০১ রানের পার্টনারশিপ গড়েন। রোলস ১০১ বল খেলে ১০টি চার ও ৫টি ছক্কার সাহায্যে অপরাজিত ১২৫ রান করেন।

অন্যদিকে বুলবুলিয়া ১০৮ বলের ইনিংসে ১০টি চার ও ১টি ছক্কা হাঁকিয়ে ১০৮ রান করে আউট হন। শেষ দিকে পল জেমস মাত্র ১৮ বলে ৪৮ রান এবং লেথাবো পাহলামোলাকা ৫ বলে ১৬ রান করে দলের সংগ্রহ আরও বাড়ান।

আরও পড়ুন : আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ

লক্ষ্য তাড়ায় তানজানিয়ার ব্যাটিং একেবারেই ভেঙে পড়ে। শুরুর পাঁচ ব্যাটার কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। সিম্বা এমবাকি সর্বোচ্চ ১৭ রান করেন, এছাড়া অ্যাক্রে হুগো ১২ ও রেইমন্ড ফ্রান্সিস ১০ রান যোগ করেন। ৩২.২ ওভারে সব উইকেট হারিয়ে তারা থামে মাত্র ৬৮ রানে। দক্ষিণ আফ্রিকার হয়ে রোলস ও বায়ান্দা মাজোলা দুটি করে উইকেট শিকার করেন।

যদিও এই জয় ছিল চোখে পড়ার মতো, তবুও যুব বিশ্বকাপের ইতিহাসে এটি দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় জয় নয়। ২০০২ সালে অস্ট্রেলিয়া কেনিয়ার বিপক্ষে ৪৮০ রান সংগ্রহ করে এবং ৪৩০ রানের ব্যবধানে জয় পেয়েছিল। যুব ওয়ানডে ক্রিকেটে এর চেয়েও বড় ব্যবধানে জয় ও আরও বড় দলীয় সংগ্রহের রেকর্ড রয়েছে।

এই ম্যাচে এমন প্রভাবশালী পারফরম্যান্স দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে টুর্নামেন্টের বাকি অংশের জন্য বাড়তি আত্মবিশ্বাস দেবে বলেই ধারণা করা হচ্ছে।

জ/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft