আফগানিস্তানের কাবুলে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৯:৫৪ এএম

আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ বিস্ফোরণে প্রাণহানি দাঁড়িয়েছে সাতজনে। এছাড়াও শিশুসহ আহত হয়েছেন ১৩ জন। মঙ্গলবার (২০ জানুয়ারি) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

নিহতদের মধ্যে রয়েছেন একজন চীনা নাগরিক। শাহর-ই-নও এলাকার একটি চীনা রেস্টুরেন্টে এই বিস্ফোরণ ঘটেছে। এলাকাটিকে শহরের সবচেয়ে সুরক্ষিত হিসেবে বিবেচনা করা হয়। পর্যটক ও বিদেশি কূটনীতিকদের বসবাস রয়েছে সেখানে। 

অফিস ভবন, শপিং কমপ্লেক্সের পাশাপাশি রয়েছে দূতাবাস। বিস্ফোরণের ধরন কিংবা প্রকৃতি এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চালাচ্ছে দেশটির প্রশাসন। 

তালেবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মাতিন কানি বলেছেন, ‌‌'প্রাথমিকভাবে বিস্ফোরণে কয়েকজন নিহত ও আহত হয়েছেন বলে জানা গেছে। এই বিষয়ে বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft