পাকিস্তানে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ১:৫০ পিএম

পাকিস্তানের করাচিতে একটি বহুতল শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ ও আহত হয়েছেন ২০ জনেরও বেশি। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানায় দেশটির সংবাদমাধ্যম দ্য ডন।

এতে বলা হয়-  শনিবার দিবাগত রাতে শহরটির জিন্নাহ রোডের 'গুল প্লাজা' নামের বহুতল ভবনটিতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ভেতরে আটকা পড়েন অনেকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। আগুন নির্বাপনে কাজ করে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। দীর্ঘসময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা।

তবে এতে পুড়ে যায় ভবনটির বেশিরভাগ দোকান। ভবনে থাকা কসমেটিকস, কাপড়, ইলেক্ট্রিক সামগ্রীসহ অন্যান্য দোকানেগুলোতেও ছড়িয়ে পড়ে আগুনের তীব্রতা।

আরও পড়ুন : গাজায় ‘শান্তি পর্ষদে’ এরদোয়ান ও সিসিকে চান ট্রাম্প

সিন্ধ প্রদেশের গভর্নর কামরান তেসরি এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি শোকসন্তপ্ত পরিবারদের গভীর সমবেদনা জানান। প্রদশের স্বরাষ্ট্রমন্ত্রীও গভীর দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি অগ্নিকাণ্ড ঘটা এলাকায় যান চলাচল স্বাভাবিক করতে বিকল্প রাস্তা ব্যাবহারের উপযোগী করে তুলতে কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

প্রাথমিক তদন্ত সাপেক্ষে পুলিশের এক কর্মকর্তা জানান, ভবনের নিচতলার একটি দোকানে শর্ট সার্কিটের কারণে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

জ/জা

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft