'১১ দলীয় নির্বাচনী ঐক্য' নামে ভোটে অংশ নেবে ১১ দল, হাতপাখাকে ছাড়া হচ্ছে ৫০ আসন
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৫:৩৩ পিএম

জামায়াতের নেতৃত্বাধীন জোটে ইসলামী আন্দোলন থাকছে। তাদের জন্য ৫০টি রেখে ২৫০ আসনে সমঝোতায় এসেছে বাকি ১০ দল। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতে ইসলামীসহ ১০ দলের শীর্ষ নেতাদের বৈঠক হয়। সকাল ১১টার দিকে শুরু হওয়া এই বৈঠক দুপুর তিনটার পর শেষ হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসন সমঝোতা চূড়ান্ত করতেই মূলত দলগুলোর নেতারা বৈঠকে বসেন। কিন্তু ইসলামী আন্দোলনের কেউ সেখানে না থাকায় শেষ পর্যন্ত দলটির জোটে থাকা নিয়ে প্রশ্ন ওঠে আরও বেশি। বৈঠক শেষে দলগুলো জানায় আজ রাত ৮টার দিকে তারা তাদের জোটের বিষয়ে ঘোষণা দেবেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক হক বলেন, ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে কথা হয়েছে। তারা বৈঠকে উপস্থিত হতে পারেননি। আমরা আশা করছি, রাত আটটায় আসন সমঝোতার বিষয়ে ঘোষণা আসবে।

আরও পড়ুন : পোস্টাল ব্যালট বিতর্কে বিএনপি ক্ষতিগ্রস্ত : সালাহউদ্দিন

জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ আবু তাহের বলেছেন, জোট নিয়ে কোনো সংকট নেই। জোটের ব্যাপারে সবাই আশাবাদী। রাত আটটায় চূড়ান্ত ঘোষণা আসছে।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা সময় নিচ্ছি, যাতে জোট পূর্ণাঙ্গ হয়। আধিপত্যবাদ বিরোধিতাসহ যেসব এজেন্ডার ভিত্তিতে জোট হয়েছে, এসব বিষয়ে সবাই একমত। এই জোট '১১ দলীয় নির্বাচনী ঐক‍্য' নামে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে।

এদিকে, বৈঠকের পর এই জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলের আসন সমঝোতা বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেয়ার লক্ষ্যে বৃহস্পতিবার রাত ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। 

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft