ইউরোপ যাত্রার নামে প্রতারণা: কাতার প্রবাসীদের সতর্ক করল দূতাবাস
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১:১০ পিএম

কাতারের কোনো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কাতার থেকে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে অভিবাসনের জন্য আগ্রহী বাংলাদেশিদের প্রলোভন দেখিয়ে বিপুল অর্থ আত্মসাৎ করছে। এ বিষয়ে প্রবাসীদের সতর্ক থাকার অনুরোধ জানি‌য়ে‌ছে দোহার বাংলা‌দেশ দূতাবাস। বুধবার রা‌তে দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কাতারের কোনো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কাতার থেকে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে অভিবাসনের জন্য আগ্রহী বাংলাদেশিদের প্রলোভন দেখিয়ে বিপুল অর্থ আত্মসাৎ করছে।

আরও পড়ুন : প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান

এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইউরোপ ও আমেরিকার স্বপ্নীল উন্নত জীবনের আশ্বাস দিয়ে নানা প্রতারণার আশ্রয় নিয়ে বাংলাদেশিদের মধ্যে আগ্রহ সৃষ্টি করছে। পরে এ প্রলোভনের বশবর্তী হয়ে অনেক কাতার প্রবাসী বাংলাদেশি বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে প্রতারিত ও সর্বস্বান্ত হচ্ছেন। এরই মধ্যে অনেকে বাংলাদেশ দূতাবাসে এ বিষয়ে অভিযোগ করেছেন।

দূতাবাস আরও জানায়, এ পরিপ্রেক্ষিতে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে যাবার জন্য লোভের বশবর্তী হয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যেকোনো পরিমাণ অর্থ দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য সবাইকে অনুরোধ জানানো হলো।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft