রংপুর রাইডার্সকে ৬ উইকেটে হারিয়েছে সিলেট
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৮:০২ পিএম

রংপুর রাইডার্সের ১১৪ রান সিলেট টাইটানস পেরিয়ে গেল ১৫ বল আর ৬ উইকেট হাতে রেখে। ১৮তম ওভারের তৃতীয় বলে ইফতিখারকে এক্সট্রা কাভার দিয়ে ছক্কা মারলেন পারভেজ হোসেন। এই ছক্কায় পারভেজ ছুঁয়েছেন ফিফটি, সিলেট পৌঁছে গেছে লক্ষ্যে। আজ সোমবার (১২ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রংপুর রাইডার্সকে হারিয়ে নিজেদের পঞ্চম জয় তুলে নেয় সিলেট টাইটান্স।

এদিন টস জিতে রংপুরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় সিলেট। আঁটসাঁট বোলিংয়ের সামনে খাবি খাওয়া রংপুরের ব্যাটাররা ১৯.১ ওভারে ১১৪ রানে অলআউট হয়ে যায়। সিলেট টাইটান্সের বোলাররা নিজেদের কাজটা ঠিকঠাক করে রেখেছিলেন। নাসুম আহমেদ, শহীদুল ইসলা আর মঈন আলির দাপটে অল্প রানেই গুটিয়ে গিয়েছিল রংপুর রাইডার্স। 

আরও পড়ুন : ভারতে বিশ্বকাপ খেলা বাংলাদেশের জন্য নিরাপদ নয়: আসিফ নজরুল

রান তাড়ায় সিলেট জয়ের ভিত্তি পেয়ে যায় পারভেজ–তৌফিকের উদ্বোধনী জুটিতেই। ৫৪ রানে তৌফিক আউট হয়ে যাওয়ার পর রানের গতি কমে গেলেও সিলেটের জয় নিয়ে সংশয় দেখা দেয়নি। শেষ দিকে নাহিদ রানা টানা দুই বলে আফিফ ও ব্রুকসকে ফেরালেও তাতে শুধু রংপুরের হারের ব্যবধানই কমেছে।

পারভেজ মাঠ ছেড়েছেন ৩টি করে চার ও ছক্কায় ৪১ বলে ৫২ রানে অপরাজিত থেকে। এবারের বিপিএলে এটি তার তৃতীয় ফিফটি।

সিলেটের মাটি এটি ছিল পারভেজদের শেষ ম্যাচ। লিগ পর্বে আর একটি ম্যাচই বাকি আছে সিলেট টাইটানসের। সেটি ১৫ জানুয়ারি ঢাকায় রাজশাহীর বিপক্ষে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  খেলাধুলা   ক্রিকেট   বিপিএল   সিলেট টাইটান্স   রংপুর রাইডার্স  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft