কাল-পরশুর মধ্যে জোটে এনসিপির আসন চূড়ান্ত হবে: নাহিদ
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৯:৪২ পিএম

নবগঠিত রাজনৈতিক জোটে এনসিপি কত আসনে নির্বাচন করবে, তা আগামীকাল বা পরশুর মধ্যে চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন জোটের আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষ সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ১১ বা ১২ তারিখের মধ্যে অথবা আগামীকাল বা পরশুর মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে। জোটের সঙ্গে কত আসনে আমরা নির্বাচন করব, তা পরিষ্কার করা হবে। ২০ তারিখ পর্যন্ত সময় লাগবে না।

আরও পড়ুন : নির্বাচনী প্রস্তুতিতে বিএনপি থেকে জামায়াত-এনসিপির জোট অনেক এগিয়ে : নাহিদ

তিনি আরও বলেন, জামায়াত ও এনসিপি জোট অনেকখানি এগিয়ে আছে। আমরা এরই মধ্যে গণসংযোগ শুরু করেছি। মসজিদ, মাঠ ও ঘাটে কথা বলছি।

আসন সমঝোতার আলোচনা চলছে এবং খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। আমরা নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছি।
নাহিদ ইসলাম দাবি করেন, সামগ্রিক নির্বাচনী প্রতিযোগিতামূলক কার্যক্রমে দুই জোটই খুব ভালোভাবে নামতে পারেনি। বিএনপির বিদ্রোহীরাও পুরোপুরি নামতে পারেনি।

তবে জামায়াত একটি সুশৃঙ্খল দল এবং এনসিপি তাদের মধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে তারা কোথায় নির্বাচন করবে। এ সিদ্ধান্ত হওয়ার পর তাদের আর কোনো বড় চ্যালেঞ্জ থাকবে না।

অন্য জোটের ক্ষেত্রে চ্যালেঞ্জ রয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, তারা তাদের জোটের সঙ্গীদের আসন বা নিজেদের দলের ভেতরের বিশৃঙ্খলা পরিষ্কার করতে পারেনি। তাই আমাদের নির্বাচনী আয়োজন বা প্রস্তুতির ক্ষেত্রে দেরি হলেও খুব বেশি প্রভাব ফেলবে না।

আরও পড়ুন : মতপার্থক্য যেন বিভেদের কারণ না হয়ে যায় : তারেক রহমান

এসময় তিনি নির্বাচনী প্রচারণায় নানাভাবে বিধি-বিধান লঙ্ঘনের চেষ্টা ও নিরাপত্তাহীনতার অভিযোগও তুলেন।

তিনি বলেন, নির্বাচনী প্রচারণায় নানাভাবে বিধি-বিধান লঙ্ঘনের চেষ্টা হচ্ছে। এ বিষয়ে আমরা নির্বাচন কমিশনকে নিয়মিত জানাচ্ছি। কমিশন কী ব্যবস্থা নেয়, তা আমরা পর্যবেক্ষণ করছি। যদি নির্বাচন কমিশন কার্যকর পদক্ষেপ না নেয়, তবে আমরা আমাদের মতো করে ব্যবস্থা নেবো।

তিনি আরও বলেন, ওসমান হত্যার বিচার এখনো হয়নি। হত্যাকারীদের গ্রেপ্তার বা চিহ্নিত করা যায়নি। এতে করে একটা নিরাপত্তাহীন পরিস্থিতি তৈরি হয়েছে। তবুও আমরা মাঠে কাজ করে যাচ্ছি। মানুষের সঙ্গে কথা বলছি। ২১ তারিখের পর আমরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করব।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাজনীতি   এনসিপি   নাহিদ ইসলাম  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft