আঞ্চলিক নিরাপত্তায় পাকিস্তান-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া শুরু
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৩:০৬ পিএম

আঞ্চলিক ও সন্ত্রাসবাদ মোকাবেলায় যৌথ সামরিক মহড়া শুরু করেছে পারমাণবিক অস্ত্রধারী দেশ পাকিস্তান ও যুক্তরাষ্ট্র। শুক্রবার দেশটির খাইবার পাখতুনখোয়ার নওশেরায় দুই সপ্তাহব্যাপী শুরু হওয়ায় মহড়ার নাম রাখা হয়েছে 'অনুপ্রাণিত গ্যাম্বিট ২০২৬'। এ নিয়ে ১৩ তম বারের মতো এই যৌথ মহড়া অনুষ্ঠিত হচ্ছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, পাব্বির জাতীয় সন্ত্রাসবিরোধী কেন্দ্রে (এনসিটিসি) অনুষ্ঠিত দুই সপ্তাহব্যাপী এই মহড়ায় ‘পাকিস্তান ও মার্কিন সেনাবাহিনীর পেশাদার দলগুলিকে সম্পৃক্ত করা হয়েছে। এতে সন্ত্রাসবাদ বিরোধী কার্যক্রমকে এগিয়ে নেওয়া হবে।

আরও পড়ুন : শুধু তেহরানেই গুলিতে নিহত দুই শতাধিক

বিবৃতিতে আরও বলা হয়েছে, সন্ত্রাসবিরোধী অভিযানে দুই দেশের বাহিনীর পারস্পরিক সমন্বয় আরও জোরদার করা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক যুদ্ধকৌশল বিনিময় করাই এ মহড়ার লক্ষ্য। উদ্বোধনী অনুষ্ঠানে উভয় পক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইএসপিআর মহড়াকে ‘অত্যাবশ্যকীয় গুরুত্ব’ বলে অভিহিত করে বলেছে, ক্রমবর্ধমান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলা, পেশাদার সামরিক মান উন্নত করা এবং জটিল সন্ত্রাসবিরোধী পরিবেশে উভয় বাহিনীর সক্ষমতা জোরদার করার ক্ষেত্রে এর ভূমিকার উপর জোর দিয়েছে। সূত্র: ডন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft