খালেদা জিয়ার মৃত্যুতে চীনের রাষ্ট্রদূতের শোকবার্তা
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১০:১৬ এএম

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ও রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।  

চীনের রাষ্ট্রপরিষদের প্রধান লি চিয়াং এবং চীনের পররাষ্ট্র মন্ত্রী মাননীয় ইয়াও ওয়েন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহম্মদ ইউনুস এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো: তৌহিদ হোসেনের কাছে বিশেষ বার্তা পাঠিয়েছেন।

বার্তায় বলা হয়, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার 'প্রতীক' ছিলেন। তার দৃঢ় নেতৃত্বের মাধ্যমে লাখো মানুষ অনুপ্রাণিত হয়েছে। তিনি চীনের জনগণেরও প্রিয় বন্ধু ছিলেন এবং তার অবদান আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর স্থায়ী ছাপ রেখেছে।

বার্তায় আরও বলা হয়, চীনের মানুষ তাকে চিরকাল গভীর কৃতজ্ঞতা ও সর্বোচ্চ সম্মানের সঙ্গে স্মরণ করবে।

জ/উ


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft