প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ২:০৮ পিএম

দুবাইয়ে অনুষ্ঠিত ১৬তম গ্লোব সকার অ্যাওয়ার্ডসে ‘বেস্ট মিডল ইস্ট প্লেয়ার’ পুরস্কার জিতেছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। রোববার আয়োজিত এই অনুষ্ঠানে আল-নাসর ফরোয়ার্ড রোনালদো ফ্যান-ভোটে নির্বাচিত এই বিভাগে করিম বেনজেমা, রিয়াদ মাহরেজ ও সালেম আল-দাওসারিকে পেছনে ফেলেন।
খ্যাতনামা ফুটবল লেখক ফাব্রিজিও রোমানো রোববার এক্সে (সাবেক টুইটার) পুরস্কারটির খবর প্রকাশ করেন। তিনি লেখেন, ‘গ্লোব সকার ২০২৫-এ সেরা মধ্যপ্রাচ্য খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।’
এটি এই বিভাগে রোনালদোর টানা দ্বিতীয় সাফল্য। এর আগে ২০২৪ সালেও তিনি একই পুরস্কার জিতেছিলেন। ২০২৩ সালে আল-নাসরে যোগ দেওয়ার পর থেকে সৌদি প্রো লিগে তার ধারাবাহিক আধিপত্যেরই প্রমাণ এটি।
৪০ বছর বয়সী এই সুপারস্টার ২০২৫ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। ফেব্রুয়ারিতে জন্মদিনের পর থেকে এখন পর্যন্ত তিনি করেছেন ৪০টি গোল-পঞ্চম দশকে পা রাখা একজন ফুটবলারের জন্য যা সত্যিই অসাধারণ কীর্তি।
২০১০ সাল থেকে প্রতি বছর দুবাইয়ে অনুষ্ঠিত গ্লোব সকার অ্যাওয়ার্ডস ফুটবলের বিভিন্ন ক্ষেত্রে সেরা পারফরম্যান্সকে স্বীকৃতি দিয়ে আসছে। খেলোয়াড় ও কোচ থেকে শুরু করে ক্লাব ও এজেন্ট-সবাই এই সম্মাননার আওতায় আসে।
এবার প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি) ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগ, সুপার কাপ, লিগ ওয়ান ও কুপ দ্য ফ্রান্স জেতায় ‘সেরা পুরুষদের ক্লাব’ নির্বাচিত হয়েছে। ব্যক্তিগত পুরস্কারে লুইস এনরিকে জিতেছেন সেরা কোচের সম্মাননা, ভিতিনহা হয়েছেন সেরা মিডফিল্ডার, দেজিরে দুয়ে হয়েছেন উদীয়মান খেলোয়াড় এবং লুইস ক্যাম্পোস জিতেছেন সেরা স্পোর্টিং ডিরেক্টরের পুরস্কার।
জ/ই