প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৪:১৫ পিএম আপডেট: ২৮.১২.২০২৫ ১০:৩০ পিএম

গণঅধিকার পরিষদের (জিওপি) সাধারণ সম্পাদক রাশেদ খাঁনের বহিষ্কারের পর দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন হাসান আল মামুন। রোববার (২৮ ডিসেম্বর) দলটির দফতর সম্পাদক শাকিল উজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গণঅধিকার পরিষদের গঠনতন্ত্র অনুসরণপূর্বক এবং দলের উচ্চতর পরিষদ সদস্য ও নির্বাহী কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুনকে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
এক ফেসবুক পোস্টে মামুন লিখেছেন, গণঅধিকার পরিষদের গঠনতন্ত্র মেনে ও সকলের সম্মতি ক্রমে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে আমাকে। এই প্রতিকূল সময়ে আমি গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছি দলকে সমালোচনার ঊর্ধ্বে রেখে দেশের মানুষের আস্থা অর্জন করে দেশের মানুষের জন্য কাজ করার ইচ্ছে থেকে।
প্রসঙ্গত, নিজের দল ছেড়ে আনুষ্ঠানিকভাবে গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরের দিকে বিএনপিতে যোগ দিয়েছেন রাশেদ খাঁন। আসন্ন নির্বাচনে ঝিনাইদহ- ৪ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন তিনি। গুলশানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের হাতে ফুল দিয়ে দলটিতে যোগ দেন তিনি।
জ/উ