প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৮:৩৮ পিএম আপডেট: ২৪.১২.২০২৫ ১০:৩৯ পিএম

রাজধানীর রমনা থানা এলাকার মগবাজারে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের সামনে একটি শক্তিশালী ককটেল ছুঁড়ে মেরেছে দুর্বৃত্তরা। ওই ককটেল বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম সিয়াম (২১)।
আজ বুধবার রাত ৭টা ১০ মিনিটের দিকে মগবাজার ফ্লাইওভার থেকে একটি ককটেল নিচে নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর পরই হঠাৎ করেই মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের অফিসের সামনে দিয়ে চলাচলকালে ওই যুবকের মাথায় ককটেলটি বিস্ফোরিত হয়। ককটেলের আঘাতে ঘটনাস্থলেই সিয়ামের মৃত্যু হয়।
এ প্রসঙ্গে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ফ্লাইওভার থেকে একটি শক্তিশালী ককটেল নিচে কে বা কারা নিক্ষেপ করে। ধারণা করা হচ্ছে, ককটিলটি সরাসরি নিহত ব্যক্তির মাথার ওপর পরে। এতে নিহত যুবক ঘটনাস্থলেই মারা যায়। ঘটনাস্থলে আমিসহ থানা পুলিশ রয়েছে। বিষয়টির তদন্ত চলছে বলে জানান তিনি।
পুলিশ জানায়, দোকান থেকে নাস্তা নেয়ার জন্য নিহত সিয়াম ঘটনাস্থলে এসেছিলেন।