প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ১:২০ পিএম

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা আজ সোমবার ঢাকায় যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) পরিদর্শন করেছেন। তিনি ভিসা সেবার কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করেন এবং ভিসা আবেদনকারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় অনেক আবেদনকারী জানান, তারা চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যাওয়ার জন্য মেডিকেল ভিসার আবেদন করেছেন।
ভিসা আবেদন কেন্দ্রের কর্মকর্তারা জানান, গত সপ্তাহে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন ও এর বিভিন্ন স্থাপনায় গুরুতর হুমকির ঘটনার পরিপ্রেক্ষিতে যমুনা ফিউচার পার্কের আইভ্যাক একদিনের জন্য বন্ধ রাখতে হয়। পরে কেন্দ্রটি পুনরায় চালু করা হয় এবং যাদের অ্যাপয়েন্টমেন্ট ওই দিনে নির্ধারিত ছিল, তাদের সবাইকে আগাম বিকল্প তারিখে আবেদন করার সুযোগ দেওয়া হয়।
হাইকমিশন সূত্র জানায়, ভিসার জন্য আবেদনকারী অনেকেই গুরুতর রোগের চিকিৎসার জন্য ভারতে যাচ্ছেন। এই মানবিক প্রয়োজনের কথা বিবেচনায় রেখে এবং পরিবর্তনশীল নিরাপত্তা পরিস্থিতির মধ্যেও ভারতীয় হাইকমিশন ঢাকা, খুলনা, সিলেট ও রাজশাহীতে ভিসা কেন্দ্রগুলোর কার্যক্রম চালু রেখেছে। তবে চট্টগ্রামে অবস্থিত আইভ্যাক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কারণ ১৮–১৯ ডিসেম্বর রাতে চট্টগ্রামে অবস্থিত সহকারী হাইকমিশনের প্রবেশপথে সংঘটিত জনতার পাথর নিক্ষেপ ও প্রবেশপথ ভেঙে ফেলার হুমকি দেওয়া হয়, যা একই প্রাঙ্গণে বসবাসরত কর্মকর্তা ও কর্মচারীদের জন্য গুরুতর নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করে।
সূত্র জানায়, পরিদর্শনের সময় আইভ্যাক কর্মকর্তারা মধ্যস্বত্বভোগী ও দালালদের তৎপরতার বিষয়টি হাইকমিশনারের নজরে আনেন। হাইকমিশনার এসব বিষয় বাংলাদেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে উত্থাপন করার আশ্বাস দেন।
জ/উ