কোপা দেল রে’র শেষ ষোলোতে বার্সা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৭ পিএম

আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন ও মার্কাস রাশফোর্ডের শেষদিকের দুটি গোলে তৃতীয় স্তরের দল গুয়াদালাহারার বিপক্ষে কঠিন লড়াইয়ের ম্যাচে ২-০ ব্যবধানে জয় পেয়েছে বার্সেলোনা। মঙ্গলবার পেদ্রো এসকার্তিন স্টেডিয়ামে অনুষ্ঠিত এই জয়ের মাধ্যমে কোপা দেল রের শেষ ষোলো নিশ্চিত করল কাতালানরা।

ম্যাচজুড়ে বলের দখল ৮০ শতাংশের বেশি থাকলেও বার্সেলোনা গুয়াদালাহারার সুসংগঠিত পাঁচজনের রক্ষণভাগ ভাঙতে হিমশিম খায়। ইউরোপীয় পরাশক্তিদের বিপক্ষে স্বাগতিক দলটি প্রতি আক্রমণে ধারাবাহিক হুমকি সৃষ্টি করে এবং দীর্ঘ সময় ধরে বার্সেলোনাকে হতাশায় রাখে।

আরও পড়ুন : ৪-৪ গোলে ড্র করল ম্যানইউ-বোর্নমাউথ

অবশেষে ৭৭তম মিনিটে জট কাটে। ডান দিক থেকে ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের নেওয়া ক্রসে সবার ওপরে লাফিয়ে হেড করেন ডিফেন্ডার আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন। বলটি গুয়াদালাহারার হুলিও মার্টিনেজের গায়ে লেগে দিক বদলে জালে জড়িয়ে যায়।

ম্যাচের শেষ মুহূর্তে গুয়াদালাহারার সব আশা শেষ করে দেন মার্কাস রাশফোর্ড। লামিনে ইয়ামালের দুর্দান্ত থ্রু-পাসে বল পেয়ে ইংলিশ ফরোয়ার্ড নিখুঁত ঠান্ডা মাথায় গোলরক্ষক দানি ভিসেন্তেকে কাটিয়ে বাম দিকে কাট করে ফাঁকা জালে বল ঠেলে দেন, নিশ্চিত করেন বার্সেলোনার জয়।

জ/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft