হাদিকে হত্যাচেষ্টা : মূল অভিযুক্ত ফয়সালের বাবা-মা আটক
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ১২:২১ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় মূল অভিযুক্ত ফয়সালের বাবা হুমায়ূন কবির ও মা হাসি বেগমকে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র‍্যাব।

র‍্যাব জানায়, মঙ্গলবার ভোরে দক্ষিণ কেরাণীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকা থেকে ফয়সালের বাবা হুমায়ুন কবির ও মা মোসা. হাসি বেগমকে আটক করা হয়েছে। পরে তাদের মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

এদিকে, ফয়সালের শ্যালকের দেয়া তথ্যে ডোবা থেকে হাদিকে গুলি করা অস্ত্রসহ ৩টি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

আরও পড়ুন : প্রধান আসামি ফয়সালের স্ত্রীসহ ৩ জনের ৫ দিনের রিমান্ড

এই ঘটনায় এখন পর্যন্ত ফয়সালের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক (সামিয়ার ভাই) ওয়াহিদ আহমেদ, তার বান্ধবি মারিয়া আক্তার লিমা, ঘনিষ্ঠ সহযোগী কবির এবং হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নান গ্রেফতার হয়েছেন। পরে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয়। এরপর পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত তাদের রিমান্ডে পাঠায়।

এর আগে, শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় দুই সন্দেহভাজন ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে বলে এক বিশ্বস্ত সূত্র যমুনা নিউজকে নিশ্চিত করে। সূত্র জানায়, ওই দুই সন্দেহভাজন- ফয়সাল ও আলমগীর ঘটনার দিনই ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন : ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছেন হাদির ওপর হামলাকারী : সায়ের

সূত্রটি আরও জানায়, ঘটনার পরপরই  প্রথমে তারা প্রাইভেটকারে করে মিরপুর থেকে আশুলিয়া ও পরে গাজীপুর হয়ে ময়মনসিংহে পৌঁছায়। এরপর সেই প্রাইভেটকার বদলে অন্য একটি প্রাইভেটকারে করে উপজেলার ধারাবাজার পেট্রোল পাম্পে পৌঁছায়। সেখান থেকে স্থানীয় এক ব্যক্তি মোটরসাইকেলযোগে তাদের ভুটিয়াপাড়া সীমান্তে নিয়ে যান। এরপর তারা সীমান্ত পার করে ভারতে ঢুকে পড়েন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ইনকিলাব মঞ্চ   শরিফ ওসমান হাদি     







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft